Advertisement
০৩ মে ২০২৪
Molina is not happy with referring

ম্যাচ ড্র করে রেফারিকে একহাত নিলেন মলিনা

একরাশ হতাশা। এক তো দিল্লির বিরুদ্ধে জয়ে ফেরাটা খুবই প্রয়োজন ছিল অ্যাটলেটিকো কলকাতার। সেটা তো হলই না। বরং দু’বার এগিয়ে গিয়েও আটকে যেতে হল। তিন পয়েন্টের বদলে ফিরতে হল এক পয়েন্ট নিয়ে। ম্যাচ ড্র করার হতাশাকে ছাপিয়ে গেল রেফারিং।

অ্যাটলেটিকো কলকাতা কোচ মোলিনা। ছবি: সংগৃহীত।

অ্যাটলেটিকো কলকাতা কোচ মোলিনা। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ১৯:৫৩
Share: Save:

একরাশ হতাশা। এক তো দিল্লির বিরুদ্ধে জয়ে ফেরাটা খুবই প্রয়োজন ছিল অ্যাটলেটিকো কলকাতার। সেটা তো হলই না। বরং দু’বার এগিয়ে গিয়েও আটকে যেতে হল। তিন পয়েন্টের বদলে ফিরতে হল এক পয়েন্ট নিয়ে। ম্যাচ ড্র করার হতাশাকে ছাপিয়ে গেল রেফারিং। প্রথম থেকেই আইএসএল-এর রেফারিং নিয়ে প্রশ্ন তুলে এসেছে বিভিন্ন দলের কোচেরা। এর আগেও জিকোর গলায় শোনা গিয়েছে রেফারিং নিয়ে সমালোচনা। রবিবার দিল্লি –কলকাতা ২-২ ম্যাচের শেষে রেফারিংকেই দায়ী করলেন অ্যাটলেটিকো কোচ মোলিনা।

নিজেদের খেলা নিয়ে

আমরা প্রথমার্ধে খুব ভাল ডিফেন্স করেছি। আক্রমণেও উঠেছে দল বার বার। যার ফলে গোলও এসেছে। আমরা আরও গোল করতে পারতাম।

রেফারি সমস্যা

আমাদের সব থেকে বড় সমস্যা ছিল রেফারি। যখনই আমাদের কোনও প্লেয়ারে সামান্য ধাক্কা লাগছিল দিল্লি প্লেয়ারের গায়ে তাতেই ফাউল দিচ্ছিল রেফারি। দ্বিতীয়ার্ধে আমাদের রক্ষণ কিছুটা গুটিয়েছিল। হয়তো ফাউলের ভয়ে। আর এটাই ওদের গোল করতে সাহায্য করেছে।

সামেঘ দ্যুতির চোট

আমি এখনও জানি না ওর চোট কতটা গুরুতর। টেস্টের পরই জানা যাবে। মনে হচ্ছে হ্যামস্ট্রিংয়ে লেগেছে। তবে আমার আশা অতটাও গুরুতর নয়।

পেনাল্টি ছিল না

আমার মতে এটা পেনাল্টি ছিল না। আমি বেঞ্চ থেকে দেখে যেটা বুঝেছি। এটা কোনও একার সিদ্ধান্ত নয়। তবে সিদ্ধান্তে একটা সামঞ্জস্য রাখতে হবে। যদি আমাদের প্লেয়াররা দিল্লির প্লেয়ারদের না ছুঁতে পারে তা হলে ওদের ক্ষেত্রেও সেটা করা উচিত ছিল।

রেফারিং নিয়ে বক্তব্য

আমি খুব বেশি রেফারিং নিয়ে মন্তব্য করতে চাই না। আমি এখানে কোচিং করাতে এসেছি। এটাই আমার কাজ ভারতীয় ফুটবলারদের সঙ্গে ভারতীয় ফুটবলকেও সাহায্য করা।

আরও খবর

গোল পাল্টা গোল, কলকাতা-দিল্লি ম্যাচের কিছু মুহূর্ত ছবিতে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Molina Atletico Kolkata ISL2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE