নব দম্পতিকে নৈশভোজ খাওয়ালেন মহেন্দ্র সিংহ ধোনি। নব দম্পতি হলেন যুজবেন্দ্র চহাল ও ধনশ্রী বর্মা। নৈশভোজের পার্টি হল দুবাইয়ে।
চহাল ও ধনশ্রী মধুচন্দ্রিমায় দুবাইয়ে গিয়েছেন। ধোনি এবং তাঁর স্ত্রী সাক্ষীও সেখানেই রয়েছেন। এমএসডি-র আমন্ত্রণ যায় চহালদের কাছে। নৈশভোজের সেই ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেন চহাল ও ধনশ্রী। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
দুটি ছবি পোস্ট করেছেন চহাল। একটিতে তিনি, ধনশ্রী, ধোনি, সাক্ষী, চারজনেই রয়েছেন। অন্য ছবিতে ধোনি এবং চহাল। ছবি পোস্ট করে চহাল লেখেন, ‘‘অত্যন্ত খুশি। ধন্য।’’
Extremely happy & blessed ❤️ pic.twitter.com/yMlQYomCe9
Extremely happy & blessed ❤️ pic.twitter.com/yMlQYomCe9
— Yuzvendra Chahal (@yuzi_chahal) December 29, 2020
ধনশ্রী তিনটি ছবি পোস্ট করেন। প্রথমটিতে তিনি, চহাল ও ধোনি। দ্বিতীয় ছবিতে চারজনই। আর শেষ ছবিটি নৈশভোজের বিভিন্ন পদের।
ধোনি এই বছর ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। চহাল অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের দুটি সিরিজে খেলেছিলেন। টেস্ট দলে তিনি নেই। তাই দেশে ফিরে এসেছেন। গত সপ্তাহে তিনি বিয়ে করেন।