Advertisement
২৬ এপ্রিল ২০২৪

গোলের সেঞ্চুরিতে উৎসব এমএসএনের

লা লিগায় জয়ের ধারা বজায় রাখল বার্সেলোনা। এমএসএন-এর দাপটে শনিবার ভিয়ারিয়ালকে ৪-১ হারাল বার্সা। প্রথমার্ধের শুরুতে গোল করে বার্সাকে ১-০ এগিয়ে দেন নেমার।

উড়ন্ত: বার্সেলোনার হয়ে লা লিগায় অসাধারণ প্রচেষ্টা নেমারের। গোলও করলেন পরে। ছবি: গেটি ইমেজেস

উড়ন্ত: বার্সেলোনার হয়ে লা লিগায় অসাধারণ প্রচেষ্টা নেমারের। গোলও করলেন পরে। ছবি: গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০৪:২০
Share: Save:

লা লিগায় জয়ের ধারা বজায় রাখল বার্সেলোনা।

এমএসএন-এর দাপটে শনিবার ভিয়ারিয়ালকে ৪-১ হারাল বার্সা। প্রথমার্ধের শুরুতে গোল করে বার্সাকে ১-০ এগিয়ে দেন নেমার। যার কিছুক্ষণ পরেই বাকাম্বু গোল করে সমতা ফেরান। বিরতির ঠিক আগেই লিওনেল মেসির ৫০তম গোলে ফের লিড নেয় বার্সা।

বিরতির পরেও গোল উৎসব থামেনি। এমএসএন ত্রিফলার আর এক গুরুত্বপূর্ণ সদস্য লুইস সুয়ারেজ বার্সাকে ৩-১ এগিয়ে দেন। ৮২ মিনিটে পেনাল্টি থেকে মেসির গোলে জয় নিশ্চিত করে বার্সা। এই মরসুমেও এমএসএন ত্রিফলা ফের সেঞ্চুরি গোল করার নজির গড়ল। ম্যাচ শেষে বার্সা ম্যানেজার লুইস এনরিকে বলছেন, ‘‘আমাদের ফিনিশিং খুব ভাল ছিল। দলের পারফরম্যান্সে খুশি।’’

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে ভারত

জয়ের সৌজন্যে লা লিগার শীর্ষে থাকল বার্সা। কিন্তু মাঠে মেসি ছন্দে থাকলেও মাঠের বাইরে তাঁকে নিয়ে চলতে থাকল বিতর্ক। এক স্প্যানিশ দৈনিকের মতে ক্লাবের সঙ্গে এখনও নতুন চুক্তি সই করেননি মেসি। শোনা যাচ্ছে, ক্লাব প্রেসিডেন্ট জোসেপ বার্তোমিউর দেওয়া প্রস্তাবে খুশি নন রাজপুত্র। কিন্তু বার্সা অবশ্য আশাবাদী খুব শীঘ্রই এই সমস্যা মিটবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Barcelona Win MSN Football La Liga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE