পুরুষদের সিঙ্গলসে এক নম্বর নোভাক জোকোভিচ ছিটকে যাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ওপেনে মেয়েদের শীর্ষবাছাই নেয়োমি ওসাকাও বিদায় নিলেন। চতুর্থ রাউন্ডে বিশ্বের এক নম্বর জাপানি তারকা ৫-৭, ৪-৬ হারলেন ১৩ নম্বর বাছাই বেলিন্দা বেনচিচের বিরুদ্ধে।
বাঁ-হাটুতে চোটের সমস্যা নিয়েই গত বারের চ্যাম্পিয়ন এ বার নেমেছিলেন যুক্তরাষ্ট্র ওপেনে। সঙ্গে টানা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখার চাপও ছিল। তা ছাড়া এর আগে চলতি বছরে দু’বার ওসাকাকে হারিয়েছিলেন সুইস তারকা বেনচিচ। ২২ বছরের বেনচিচকে বলা হয় মার্টিনা হিঙ্গিসের উত্তরসূরি। ১৭ বছর বয়েসে ২০১৪ যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। তার পরে অবশ্য চোটের সমস্যায় ভুগছিলেন। পাঁচ বছর পরে আবার তাঁর সামনে শেষ আটের চ্যালেঞ্জ। কোয়ার্টার ফাইনালে তাঁকে খেলতে হবে ২৩ নম্বর বাছাই ডোনা ভেকিচের বিরুদ্ধে।
পেত্রা মার্তিচকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সেরিনা উইলিয়ামসও। কিন্তু শেষ পর্যন্ত শারীরিক ধকল সামলে তিনি মার্গারেট কোর্টের ২৪টি কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম রেকর্ড