Advertisement
২৭ এপ্রিল ২০২৪

লায়ন বাদ, ভরসা জাম্পার লেগস্পিনে

মেলবোর্নে সিরিজ ফয়সালার ম্যাচের আগের দিন ফিঞ্চ বলেছেন, ‘‘আমি একটু হতাশ হয়ে পড়ছি। উইকেটে একটু বেশি সময় থাকার চেষ্টা করছি।

নেথান লায়ন বাদ পড়েছেন দল থেকে। ছবি: এএফপি।

নেথান লায়ন বাদ পড়েছেন দল থেকে। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০৫:৪০
Share: Save:

ভারতের বিরুদ্ধে বারবার ব্যর্থ হওয়ার পরে এখন রানে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়ার ওয়ান ডে দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। যে কারণে মেলবোর্নে তিনি তাঁর স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিংয়েই ফিরে যাবেন বলে ঘোষণা করেছেন।

মেলবোর্নে সিরিজ ফয়সালার ম্যাচের আগের দিন ফিঞ্চ বলেছেন, ‘‘আমি একটু হতাশ হয়ে পড়ছি। উইকেটে একটু বেশি সময় থাকার চেষ্টা করছি। কিন্তু রানটা আসছে না।’’ রানে ফিরতে তিনি এখন নিজের পুরনো ইনিংসের ভিডিয়ো ফুটেজ দেখছেন, তা জানিয়েছেন ফিঞ্চ। তিনি বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার হয়ে যে ম্যাচে সেঞ্চুরি করেছিলাম, তার ভিডিয়ো ফুটেজ দেখেছি। কোথায় কী ভুল করেছি আর কী ঠিক করেছি, তা বোঝার চেষ্টা করেছি। হতে পারে শেষ দু’টো ম্যাচে আমি একটু নড়বড়ে হয়ে পড়েছিলাম। যার ফলে চাপটা তৈরি হয়ে গিয়েছিল।’’

শেষ ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলে দু’টো পরিবর্তন হয়েছে। নেথান লায়ন বাদ পড়েছেন দল থেকে। অফস্পিনারের জায়গায় অস্ট্রেলিয়া এখন ভরসা রাখছে অ্যাডাম জাম্পার লেগস্পিনে। বছর দেড়েক বাদে অস্ট্রেলিয়ার ওয়ান ডে দলে ফিরছেন জাম্পা। চোটের জন্য ছিটকে গিয়েছেন পেসার জেসন বেহরেনডর্ফ। খেলবেন বিলি স্ট্যানলেক।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ছয় ইনিংসে ৯৭ করে শেষ টেস্টে বাদ পড়েছিলেন ফিঞ্চ। ওয়ান ডে-তেও তিনি রান পাচ্ছেন না। অস্ট্রেলীয় অধিনায়ক বলেছেন, ‘‘আমি কিন্তু খুব খারাপ ক্রিকেটার নই। সেটা নিজেকে বারবার বলেছি। আমার নামের পাশে ১৩টি আন্তর্জাতিক সেঞ্চুরি আছে। কী করতে হয়, আমি জানি। নিজের স্বাভাবিক খেলাটা এখন খেলতে হবে। যেটা হল, আগ্রাসী ক্রিকেট। একবার ছন্দে এসে গেলে বোলারদের ওপর চাপ তৈরি করতে চাই।’’

ফিঞ্চের মুখে অবশ্য শোনা গিয়েছে তাঁর ওপেনার সঙ্গী আলেক্স ক্যারির প্রশংসা। ফিঞ্চ বলেন, ‘‘ক্যারিকে আমরা যতটা সম্ভব সুযোগ দিতে চাই বিশ্বকাপের আগে। ব্যাটিং অর্ডারে ওকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়। এখন আমরা দেখতে চাইছি, কোন জায়গায় ও স্বচ্ছন্দ বোধ করে। ওপেন করতে ওর কোনও সমস্যা হচ্ছে না। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ফিরে এলে দেখতে হবে ব্যাপারটা কী দাঁড়ায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nathan Lyon Cricket Cricketer India-Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE