Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বৈচিত্র ও ইয়র্কারে মন দিচ্ছেন নতুন নায়ক

আইপিএলে বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সময় আগুনে গতির জন্য নজরে পড়েছিলেন সাইনি। ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করতেন তিনি

আস্ফালন: নিলেন দু’উইকেট। ম্যাচেরও সেরা নবদীপ সাইনি। টুইটার

আস্ফালন: নিলেন দু’উইকেট। ম্যাচেরও সেরা নবদীপ সাইনি। টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ ০৩:৪৮
Share: Save:

টি-টোয়েন্টি ক্রিকেটে সফল হতে গেলে আত্মবিশ্বাস থাকাটা অত্যন্ত জরুরি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনদওরে প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচের সেরা ক্রিকেটার হয়ে নবদীপ সাইনি বলেছেন, ‘‘অনেক দিন বাদে আমি ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামলাম। তবে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম। আর সে কারণেই বৈচিত্রগুলো কাজে লাগাতে পেরেছি।’’

আইপিএলে বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সময় আগুনে গতির জন্য নজরে পড়েছিলেন সাইনি। ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করতেন তিনি। মঙ্গলবার ১৮ রানে দু’উইকেট নেওয়া সাইনি বলেছেন, ‘‘টি-টোয়েন্টি অভিষেকের সময় আমার নজর ছিল গতির উপরে। লক্ষ্য ছিল, যত জোরে সম্ভব বল করা। কিন্তু যত অভিজ্ঞতা বেড়েছে, বুঝেছি শুধু গতিতে হবে না। তাই বৈচিত্রেও জোর দিয়েছি।’’

ইয়র্কার নিখুঁত করার চেষ্টায় আছেন সাইনি। তাঁর ইয়র্কারে এ দিন বোল্ড হয়ে যান শ্রীলঙ্কার ওপেনার গুণতিলক। তৃপ্ত সাইনি বলেছেন, ‘‘ইয়র্কারটা এখন ভালই হচ্ছে। যতটা ভাল করতে পারব ভেবেছিলাম, তার চেয়ে বেশি ভাল হচ্ছে।’’ তাঁর দলের পেস অস্ত্রের পারফরম্যান্সে খুশি অধিনায়ক বিরাট কোহালিও। ম্যাচের পরে টিভি-তে তিনি বলেন, ‘‘দারুণ বল করেছে সাইনি। এর আগে ওয়ান ডে ম্যাচে ভাল বল করেছে, এখন টি-টোয়েন্টি ক্রিকেটেও করছে।’’ এখন পর্যন্ত সাদা বলের ক্রিকেটেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সাইনি। লাল না সাদা, কোন বলের ক্রিকেট আপনার পছন্দের? আত্মবিশ্বাসী সাইনির জবাব, ‘‘আমি সব ধরনের ক্রিকেট খেলতেই পছন্দ করি। জানি, যত বেশি খেলব, তত উন্নতি করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE