নেশনস লিগের নক-আউট পযার্য়ে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হল নেদারল্যান্ডসের। শুক্রবার রটারডামে বিশ্বকাপ জয়ী ফ্রান্সকে ২-০ হারিয়ে বড় অঘটন ঘটালেন গত বিশ্বকাপে যোগ্যতাই অর্জন করতে না পারা ডাচেরা। প্রথমার্ধ শেষ হওয়ার মুখে নেদারল্যান্ডসের জর্জিনিয়ো ওয়াইনালডাম ১-০ করেন। দ্বিতীয় গোল সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে করেন মেমফিস দেপাই।
রাশিয়া বিশ্বকাপের পরে এই প্রথম কোনও ম্যাচে হারল বিশ্বজয়ী ফ্রান্স। এবং শেষ পনেরো ম্যাচে অপরাজিত ছিলেন দিদিয়ে দেশঁর ফুটবলারেরা। এই ম্যাচের ফলে জার্মানি নেমে গেল গ্রুপ বি-তে। এখন যা অবস্থা, শেষ ম্যাচে জার্মানির সঙ্গে ড্র করলেও নেদারল্যান্ডস নক-আউট পর্যায়ে চলে যাবে।
ফ্রান্সকে হারিয়ে উল্লসিত ডাচ কোচ রোনাল্ড কোম্যান বললেন, ‘‘দল এতটা ভাল খেলবে নিজেও ভাবিনি। আমরা নিখুঁত ফুটবল খেলেছি। ৯০ মিনিট ধরেই ম্যাচে আমাদের ছেলেরা চালকের আসনে ছিল।’’ কোম্যান কোচ হওয়ার পরে ভাল খেলতে শুরু করেছে নেদারল্যান্ডস। শুক্রবার ফ্রান্সের হুগো লরিস অসাধারণ কিছু ‘সেভ’ না করলে বড় ব্যবধানে দিততে পারত তারা।