Advertisement
০২ মে ২০২৪

নিউজিল্যান্ড অপরাজিতই, অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের

বেঙ্গালুরুতে ভারতের কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারলেন না মাশরাফিরা। যে খেলাটা সেদিন পুরো দল মিলে খেলেছিল তার ছিটে ফোটাও দেখা গেল না এদিন ইডেনে। বোলারদের চেষ্টায় জল ঢেলে দিলেন ব্যাটসম্যানরা। দাঁড়াতেই পারলেন না কেউ। ৭০ রানে শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস।

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ১৫:১২
Share: Save:

বেঙ্গালুরুতে ভারতের কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারলেন না মাশরাফিরা। যে খেলাটা সেদিন পুরো দল মিলে খেলেছিল তার ছিটে ফোটাও দেখা গেল না এদিন ইডেনে। বোলারদের চেষ্টায় জল ঢেলে দিলেন ব্যাটসম্যানরা। দাঁড়াতেই পারলেন না কেউ। ৭০ রানে শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস। সব ম্যাচ হেরেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। নিউজিল্যান্ড থেকে গেল অপরাজিত।

• ৭০ রানে অল-আউট বাংলাদেশ।

• সোধির বলে বোল্ড আল আমিন হোসেন।

• ১৫ ওভারে বাংলাদেশ ৬৫/৯।

• ইলিয়টের বলে রোচির ক্যাচে আউট মুস্তাফিজুর।

• পরের বলেই আউট মুস্তাফিজুর।

• মুস্তাফিজুরের ছক্কা।

• ইলিয়টের বলে এলবিডব্লু মাশরাফি। করলেন ৩ রান।

• ১৪ ওভারে বাংলাদেশ ৫৮/৭।

• ব্যাট করতে এসেছেন মাশরাফি।

• সোধির বলে শুভাগতর বাউন্ডারি।

• ১৩ ওভারে বাংলাদেশ ৫০/৭।

• ৪৮ বলে বাংলাদেশের দরকার ৯৮ রান। হতে রয়েছে ৩ উইকেট।

• ১২ ওভারের শেষে বাংলাদেশ ৪৮/৭।

• সোধির বলে বোল্ড মাহমুদুল্লাহ। করলেন ৫ রান।

• ১০ মিনিট ফ্লাড লাইড বন্ধ থাকার পর আলো এল। খেলতে নেমেছে দুই দল।

• বাকি স্ট্যান্ডের লাইট জ্বললেও খেলার মতো পর্যাপ্ত আলো নেই বলে আ্ম্পায়াররা খেলা বন্ধ করে দিয়েছেন আপাতত।

• একটি স্ট্যান্ডের ফ্লাড লাইট হঠাৎই নিভে যায়।

• আলো নিভল ইডেনের। খেলা আপাতত বন্ধ।

• ১১ ওভারে বাংলাদেশ ৪৫/৬।

• ব্যাট করতে এলেন শুভাগত হোম।

• ইলিয়টের বলে কোনও রান না করেই ফিরলেন মুশফিকুর।

• মুশফিকুর আউট।

• মাহমুদুল্লাহর সঙ্গে ব্যাট করতে এলেন মুশফিকুর রহিম।

• ১০ ওভারে বাংলাদেশ ৪৩/৫।

• সোধির বলে রোঁচিকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন সৌম্য। করলেন মাত্র ৬ রান।

• এসেই আউট সৌম্য সরকারও।

• ৯ ওভারে বাংলাদেশ ৩৮/৪।

• ম্যাকালামের বলে সাঁতনারকে ক্যাচ দিয়্ ১২ রা করে আউট হলেন সাব্বির রহমান।

• সাব্বির রহমান আউট।

• পর পর উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

৮ ওভারে বাংলাদেশ ৩৪/৩।

• সাঁতানারের বলে ম্যাকালামকে ক্যাচ দিয়ে আউট হলেন সাকিব আল হাসান।

• ৭ ওভারে বাংলাদেশ ৩১/২।

• সাকিব এসেই ফিরলেন প্যাবেলিয়নে।

• ৬ ওভারে বাংলাদেশ ৩০/২।

• মাত্র ১১ রান করে ম্যাকক্লেনাঘানের বলে বোল্ড হলেন বাংলাদেশের আর এক ওপেনার মহম্মদ মিঠুন।

• আবার আউট।

৫ ওভারে বাংলাদেশ ২৭/১।

• সাঁতনারের ওভারে দুটো বাউন্ডারি হাঁকালেন সাব্বির রহমান মহম্মদ মিঠুন।

• ৪ ওভারে বাংলাদেশ ১৩/১।

• বল করতে এসেছেন কোরে অ্যান্ডারসন।

• ৩ ওভারে বাংলাদেশ ৭/১।

• লক্ষ্য বড় নয়।

• এই মুহূর্তে এই দু’জনের কাজই হবে উইকেটে টিকে থাকা।

• বল করছেন সাঁতনার।

• মহম্মদ মিঠুনের সঙ্গে ব্যাট করতে এলেন সাব্বির রহমান।

• ২ ওভারে বাংলাদেশ ৪/১।

• শুরুতেই তামিমের আউট বাংলাদেশের জন্য বড় ধাক্কা।

• মাত্র ৩ রান করে অ্যান্ডারসনের ওভারে রান আউট হলেন তামিম ইকবাল।

• আউট। বাংলাদেশের প্রথম উইকেট।

• বল করতে এসেছেন অ্যান্ডারসন।

• ১ ওভারে বাংলাদেশ ২/০।

• ব্যাট করতে এসেছেন তামিম ইকবাল ও মহম্মদ মিঠুন।

• বাংলাদেশের ব্যাটিং শুরু।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড। ইডেনে সম্মান রক্ষার লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ।বল হাতে দারুণ সফল বাংলাদেশ। একাই পাঁচটি উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে বেগ দিলেন মুস্তাফিজুর। পাঁচটির মধ্যে চারটিই বোল্ড। একটি জমা পড়ল শুভাগত হোমের হাতে। এই ইডেনের মাটিতে পাকিস্তানের কাছে বিদ্ধস্ত হওয়ার পর অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে দারুণ ক্রিকেট উপহার দিয়েও জয়ের মুখ দেখতে পারেননি মাশরাফিরা। এই ম্যাচটি তাই জিততে মরিয়া বাংলাদেশ। বল হাতে তাই শুরুও করে দিলেন মাশরাফিরা। নিউজিল্যান্ডকে থামতে হল ১৪৫ রানে। শেষ দিকে উইকেট পড়ল পর পর। এল বাউন্ডারি, ওভার বাউন্ডারিও। কিন্তু বড় রানের লক্ষ্যমাত্রা রাখতে ব্যর্থ টেলররা। বোলারদের কাজ শেষ এবার ব্যাটসম্যানদের প্রমাণের পালা।

• ২০ ওভারে নিউজিল্যান্ড ১৪৫/৮।

• হ্যাটট্রিকের বলে ছক্কা হজম করতে হল মুস্তাফিজুরকে।

আবার আউট। এবার সেই মুস্তাফিজুরের বলেই বোল্ড হলেন ম্যাকালাম। খাতা খুলতে ব্যর্থ তিনি।

• মুস্তাফিজুরের বলে মাত্র ৩ রান করে আউট সাঁতনার।

• আউট সাঁতনার।

• ১৯ ওভারে নিউজিল্যান্ড ১৩৫/৬।

• আল আমিনের বলে মিঠুনকে ক্যাচ দিয়ে ২৮ রান করে আউট হলেন রস টেলর।

• আউট টেলর।

• আল আমিনের প্রথম বলেই বাউন্ডারি হাঁকালেন টেলর।

• ১৮ ওভারে নিউজিল্যান্ড ১২৩/৪।

• মুস্তাফিজুরের বলে শুভাগতকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন গ্র্যান্ট এলিয়ট।

• প্রথম দিকে নিউজিল্যান্ডের ব্যাট থেকে চার, ছয় না এলেও এখন প্রতি ওভারেই প্রায় বাউন্ডারি-ওভার বাউন্ডারি হাকাচ্ছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। তবে উইকেটও পড়ছে নিয়মিত।

• শেষ পাঁচ ওভারে নিউজিল্যান্ডের রান রেট ৯.৬০।

• ১৭ ওভারে নিউজিল্যান্ড ১১৮/৪।

• সাকিবের বলে ১৩ রান তুলল নিউজিল্যান্ড।

• সাকিবকে টেলরের ওভার বাউন্ডারি।

• ১৬ ওভারে নিউজিল্যান্ড ১০৫/৪।

• আবার আউট। এবার মাশরাফির বলে বোল্ড হয়ে প্যাভেলিয়নে ফিরলেন অ্যান্ডারসন।

• ১০০ রান নিউজিল্যান্ডের।

• টেলরের সঙ্গে ব্যাট করতে এসেছেন অ্যান্ডারসন।

• ১৫ ওভারে নিউজিল্যান্ড ৯৯/৩।

• ৩৫ রানে আউট হলেন মুনরো। ৩৩ বলে তাঁর এই ইনিংসে ছিল একটি বাউন্ডারি ও দুটো ওভার বাউন্ডারি।

• আল আমিনের বলে বোল্ড হলেন কলিন মুনরো।

• আউট মুনরো।

• আবার ছক্কা। এবার আল আমিনকে মুনরো।

• বল করতে এসেছেন আল আমিন হোসেন।

• ১৪ ওভারে নিউজিল্যান্ড ৯১/২।

• মাহমুদুল্লাহর এই ওভারে ১৩ রান তুলে নিলেন মুনরো ও টেলর।

• ম্যাচের প্রথম ওভার বাউন্ডারি।

• মাহমুদুল্লাহকে মুনরোর বাউন্ডারি। না হলে এই মাঠে এই ম্যাচে এখনও পর্যন্ত বাউন্ডারি, ওভার বাউন্ডারি এখনও খুব কম।

• ১৫ রানে ব্যাট করছেন সোলিন মুনরো। ৬ রানে রয়েছেন রস টেলর।

• ১২ ওভারে নিউজিল্যান্ড ৭০/২।

• বল করছেন শুভাগত হোম।

• ১১ ওভারে নিউজিল্যান্ড ৬৫/২।

• ইডেনের পিচ ইঙ্গিত দিচ্ছে বড় রান হওয়া মুশকিল।

• নিউজিল্যান্ডের ইনিংস সামলাতে এখন ক্রিজে রয়েছেন কোলিন মুনরো ও রস টেলর।

• ১০ ওভারে নিউজিল্যান্ড ৫৯/২।

• ৯ ওভারে নিউজিল্যান্ড ৫৭/২।

• মুস্তাফিজুরের বলে বোল্ড হলেন উইলিয়ামসন। ৩২ বলে ৪২ রান করলেন নিউজিল্যান্ডের এই ওপেনার।

বিশ্বকাপে সব দল মিলিয়ে সর্বোচ্চ রানে তামিম, সর্বোচ্চ উইকেট সাকিবের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh New Zealand Eden wt20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE