Advertisement
E-Paper

ভারতকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল নিউজিল্যান্ড

শেষ ওভারে দরকার ছিল ১০ রান। ন’উইকেট হারিয়ে রীতিমতো সমস্যায় ভারত। কিন্তু জয়টা কঠিন ছিল না। ফিরোজ শাহ কোটলায় দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হল ধোনি অ্যান্ড ব্রিগেডকে। ছ’রানে ভারতকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল কিউইরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ২২:৩৪
জয়ের উল্লাস নিউজিল্যান্ডের। ছবি: এপি।

জয়ের উল্লাস নিউজিল্যান্ডের। ছবি: এপি।

নিউজিল্যান্ড ২৪২/৯ (৫০ ওভার)

ভারত ২৩৬/১০ (৪৯.৩ ওভার)

তিন বল বাকি থাকতে ছয় রানে হার ভারতের

শেষ ওভারে দরকার ছিল ১০ রান। ন’উইকেট হারিয়ে রীতিমতো সমস্যায় ভারত। কিন্তু জয়টা কঠিন ছিল না। ফিরোজ শাহ কোটলায় দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হল ধোনি অ্যান্ড ব্রিগেডকে। ছ’রানে ভারতকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল কিউইরা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ন’উইকেটে ২৪২ রান তোলে নিউজিল্যান্ড। তার মধ্যে কেন উইলিয়ামসনেরই ব্যাট থেকে এল ১১৮ রান।

এ ছাড়া আর কেউই হাফ সেঞ্চুরিরও গন্ডি টপকে যেতে পারেননি। ওপেন করতে এসে কোনও রান না করেই মাত্র দু’বল খেলে প্যাভেলিয়নে ফিরে যান মার্টিন গাপ্তিল। আর এক ওপেনার টম লাথামের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৪৬ রান। লাথাম ও উইলিয়ামসন মিলে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের হাল ধরেন। না হলে আর কেউই ক্রিজে টিকে থেকে দলকে ভরসা দিতে পারেননি। উইলিয়ামসনের ইনিংসের সৌজন্যেই ভরসাজনক জায়গায় পৌঁছতে সমর্থ হয় কিউইরা।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় এদিন প্রাপ্তি ছিল উইলিয়ামসনের ১২৮ বলে ১১৮ বলের ইনিংস। ১৪টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সৌজন্যে এই রানে পৌঁছন তিনি। এর পর টেলরের ২১ ও অ্যান্ডারসনের ২১ রানই দু’অঙ্কে পৌঁছতে সক্ষম হয়েছিল। বাকিদের রান যথাক্রমে ৬, ৯,৭, ০, ৬, ৫। ভারতের হয়ে বল হাতে সফল বুমরাহ ও অমিত মিশ্রা। দু’জনেই তিনটি করে উইকেট নেন। একটি করে উইকেট উমেশ যাদব, অক্ষর পটেল ও কেদার যাদবে।

জবাবে ব্যাট করতে এসে ২৩৬ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। হাতে তখনও বাকি তিন বল। ভারতের হয়ে ওপেন করতে এসে রোহিত শর্মা ১৫ ও অজিঙ্ক রাহানে ২৮ রান করে প্যাভেলিয়নে ফিরে যাওয়ার পর ব্যাট হাতে দলকে ভরসা দিতে ব্যর্থ বিরাট কোহালিও। নয় রানে আউট হন তিনি। ১৯ রান করে রান আউট হন মনীশ পাণ্ডে। ভারতের হয়ে সর্বোচ্চ রান ৪১ আসে কেদার যাদবের ব্যাট থেকে। অধিনায়ক ধোনি করেন ৩৯ রান। অক্ষর পটেলের ১৭, হার্দির পাণ্ডের ৩৬, অমিত মিশ্রার ১, উমেশ যাদবের অপরাজিত ১৮ যথেষ্ট ছিল না দ্বিতীয় জয়ের জন্য। বুমরাহ আউট হন কোনও রান না করেই। নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন টিম সাউদি। জোড়া উইকেট বোল্ট ও গাপ্তিলের। একটি করে উইকেট হেনরি ও সাঁতনারের। ম্যাচের সেরা হয়েছেন নিউডিল্যান্ডের উইলিয়ামসন। এখনও বাকি রয়েছে তিনটি ম্যাচ। ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিতে হলে পরের ম্যাচ জিতে আবার ঘুরে দাঁড়াতে হবে ভারতকে।

আরও খবর

মিরাজ হানায় কেঁপে গেল ইংল্যান্ড

India New Zealand One day
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy