নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র) বনাম এদিনসন কাভানি সংঘাত না মিটলেও অনুশীলনে নেমে পড়লেন দুই তারকা।
বৃহস্পতিবার প্যারিস সঁ জরমঁ (পিএসজি)-এর হয়ে নেমার ও কাভানি একসঙ্গে অনুশীলন করলেও জল্পনা থামছে না। সংবাদ মাধ্যমের দাবি, দুই তারকা বরফ শীতল অভিব্যক্তি প্রমাণ করছে পিএসজি অন্দরমহলের পরিস্থিতি একেবারেই স্বস্তিদায়ক নয়। কারণ, অনুশীলনে দু’জনকে কথা বলতেও দেখা যায়নি।
ফরাসি লিগে লিয়ঁ-এর বিরুদ্ধে পেনাল্টি মারা নিয়ে সংঘাতে জড়িয়েছিলেন নেমার ও কাভানি। ম্যাচের পরে অবশ্য পিএসজি ম্যানেজার উনাই এমরে দাবি করেছিলেন, দুই তারকার মধ্যে কোনও বিবাদ নেই। সাময়িক উত্তেজনা থেকেই বিবাদে জড়িয়ে পড়েছিলেন নেমার ও কাভানি। মাঠের সমস্যা মাঠেই মিটে গিয়েছে।