Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অস্ত্রোপচার করাতে ব্রাজিলে নেমার, অনিশ্চিত বিশ্বকাপে

গত রবিবার ফরাসি লিগে মার্সেইয়ের বিরুদ্ধে চোট পেয়েছিলেন নেমার। যদিও ম্যাচের পরে প্যারিস সঁ জারমঁ (পিএসজি) তারকা ম্যানেজার উনাই এমরে দাবি করেছিলেন, প্রাথমিক পরীক্ষার পরে জানা গিয়েছে নেমারের চোট গুরুতর নয়।

নজরে: রিও বিমানবন্দর থেকে বার করা হচ্ছে নেমারকে। ছবি: এএফপি

নজরে: রিও বিমানবন্দর থেকে বার করা হচ্ছে নেমারকে। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৮ ০১:২১
Share: Save:

রাশিয়া বিশ্বকাপে কি খেলতে পারবেন নেমার দ্য স্যান্টোস সিলভা (জুনিয়র)? ব্রাজিল তারকার ভবিষ্যৎ নিয়ে ক্রমশ ঘন হচ্ছে আশঙ্কার কালো মেঘ। বৃহস্পতিবারই অস্ত্রোপচার করাতে ব্রাজিলে পৌঁছে গেলেন নেমার।

গত রবিবার ফরাসি লিগে মার্সেইয়ের বিরুদ্ধে চোট পেয়েছিলেন নেমার। যদিও ম্যাচের পরে প্যারিস সঁ জারমঁ (পিএসজি) তারকা ম্যানেজার উনাই এমরে দাবি করেছিলেন, প্রাথমিক পরীক্ষার পরে জানা গিয়েছে নেমারের চোট গুরুতর নয়। গোড়ালির লিগামেন্টে আঘাত লেগেছে দলের সব চেয়ে দামি তারকার। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যেই নাটকীয় ভাবে বদলে যায় ছবিটা। লিগামেন্টে চোটের সঙ্গে পায়ের কনিষ্ঠ আঙুলের হার (মেটাটারসাল) ভেঙেছে নেমারের। অস্ত্রোপচার না করিয়ে সুস্থ হওয়া কঠিন। সেক্ষেত্রে অন্তত দু’মাস মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিল তারকাকে। ফলে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ৬ মার্চ তাঁর খেলার কোনও সম্ভাবনাই নেই। সংশয় বাড়ছে বিশ্বকাপে তার খেলা নিয়েও।

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল অভিযান শুরু করছে ১৭ জুন, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। ব্রাজিল জাতীয় দলের শল্যচিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন, ‘‘নেমারের পায়ের পাঁচ নম্বর মেটাটারসাল ভেঙে গিয়েছে। শনিবার সকালে ওর অস্ত্রোপচার হতে পারে। নেমার সুস্থ হয়ে কবে মাঠে ফিরবে তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে দুই থেকে আড়াই মাস লাগতে পারে।’’ তিনি আরও বলেছেন, ‘‘নেমার খুবই হতাশ। কিন্তু অস্ত্রোপচার করা ছাড়া উপায় নেই। আমাদের লক্ষ্য হচ্ছে দ্রুত নেমারকে মাঠে ফিরিয়ে আনা।’’

রদ্রিগো-কে নিয়ে বুধবার রাতেই প্যারিস ছেড়ে ব্রাজিলের বেলো হরাইজন্তে উড়ে যান নেমারের বাবা। ব্রাজিল সংবাদমাধ্যমের দাবি, বেলো সেখানেই মাতেই দেই হাসপাতালে অস্ত্রোপচার হওয়ার কথা নেমারের। পিএসজি তারকার বাবা বলেছেন, ‘‘অস্ত্রোপচারের পরে অন্তত ছ’সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে নেমার।’’ যদিও পিএসজি ম্যানেজার তার পরেও দাবি করেছিলেন, ‘‘নেমারের অস্ত্রোপচারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।’’ চব্বিশ ঘণ্টার মধ্যেই ব্রাজিল পৌঁছে গেলেন নেমার। হুইল চেয়ারে বসিয়ে রিও দে জেনেইরো বিমানবন্দর থেকে বার করা হয়।

নেমারের মতোই চোট পেয়েছিলেন ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসাস। ম্যাঞ্চেস্টার সিটি তারকার মাঠে ফিরতে সময় লেগেছিল দু’মাস। আবার ডেভিড বেকহ্যাম এবং ওয়েন রুনির সুস্থ হতে লেগেছিল প্রায় ছয় মাস। এই কারণেই নেমারকে নিয়ে আতঙ্ক বাড়ছে ব্রাজিল শিবিরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE