Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Kylian Mbappe

আজ শুরু থেকেই নেমার, এমবাপে

গোড়ালির চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগে খেলাই অনিশ্চিত হয়ে পড়েছিল এমবাপের। শেষ আটের ম্যাচে আটলান্টার বিরুদ্ধে হার বাঁচাতে দ্বিতীয়ার্ধে বিশ্বকাপজয়ী ফরাসি তারকাকে মাঠে নামিয়েছিলেন পিএসজি ম্যানেজার থোমাস টুহেল।

এমবাপে। ফাইল চিত্র।

এমবাপে। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২০ ০৫:২৭
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো দে মাদ্রিদকে হারিয়ে চমকে দেওয়া আরবি লাইপজ়িসের বিরুদ্ধে সেমিফাইনালের আগে স্বস্তি প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি) শিবিরে। মঙ্গলবার নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)-এর সঙ্গে শুরু থেকেই খেলতে পারবেন কিলিয়ান এমবাপে।

গোড়ালির চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগে খেলাই অনিশ্চিত হয়ে পড়েছিল এমবাপের। শেষ আটের ম্যাচে আটলান্টার বিরুদ্ধে হার বাঁচাতে দ্বিতীয়ার্ধে বিশ্বকাপজয়ী ফরাসি তারকাকে মাঠে নামিয়েছিলেন পিএসজি ম্যানেজার থোমাস টুহেল। তার পরেই বদলে যায় ছবিটা। ০-১ পিছিয়ে থাকা পিএসজি নাটকীয় ভাবে ১৪৬ সেকেন্ডে জোড়া গোল করে শেষ চারে যোগ্যতা অর্জন করে।

মাত্র এগারো বছর আগে পথ চলা শুরু করা লাইপজ়িসের বিরুদ্ধে ম্যাচের আগে পিএসজি ম্যানেজার বলেছেন, ‘‘আটলান্টার বিরুদ্ধে ৩০ মিনিট খেলেছিল এমবাপে। গত ছ’দিন ধরে ও প্রচুর ফিটনেস ট্রেনিং করেছে। তাই শুরু থেকেই খেলবে।’’ তিনি যোগ করেছেন, ‘‘লাইপজ়িস দারুণ দল। তবে আমার ফুটবলারেরা ক্ষুধার্ত হয়ে রয়েছে জয়ের জন্য।’’ নেমারকে নিয়েও উচ্ছ্বসিত থোমাস। বলেছেন, ‘‘নেমার প্রকৃত নেতা। অনেকেই হয়তো ওকে ঠিক মতো বুঝতে পারেন না। নেমারের দক্ষতা, আত্মবিশ্বাস, সতীর্থদের উদ্বুদ্ধ করার ক্ষমতা অতুলনীয়।’’

লাইপজ়িসের ৩৩ বছর বয়সি ম্যানেজার ইউলিয়ান নাগলেসমানের কথায়, ‘‘আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে আমরা যে রণনীতি নিয়ে খেলেছিলাম, তার পরিবর্তন করছি। তবে এই ম্যাচে আমাদের কী পরিকল্পনা রয়েছে, তা গোপনই থাক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kylian Mbappe Neymar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE