বিশ্ব বক্সিংয়ের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন নিখাত জ়ারিন। নয়াদিল্লিতে রবিবার তাঁর প্রতিপক্ষ আলজিরিয়ার বউলামা রউমায়াসাকে ৫০ কেজি বিভাগে ৫-০ হারিয়ে। এই জয় যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ বউলামা আফ্রিকা-চ্যাম্পিয়ন।
নিখাত বিশ্বচ্যাম্পিয়নশিপে গতবারের সোনাজয়ী। ৫-০ জিতলেও আলজিরীয় বক্সারও আগ্রাসন দেখিয়েছেন। প্রথম রাউন্ডে নিখাত বিশেষ আক্রমণে যাননি। কিন্তু দ্বিতীয় রাউন্ড থেকে কার্যত প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে বড়েন।
নিখাত বলেছেন, ‘‘প্রতিপক্ষ শীর্ষবাছাই ছিল। আমার থেকে র্যাঙ্কিংয়ে উপরে থাকলে একটু আক্রমণাত্মক হলেই বিচারকদের প্রভাবিত করা সহজ হয়।’’ সংযোজন, ‘‘ওর লড়াই আগে দেখে বুঝেছি কোনও অবস্থাতে বেশি কাছে যাওয়া যাবে না। তাই দূর থেকে রক্ষণ সামলে প্রতিআক্রমণ করেছি। যার ফলও পেয়েছি। আশা করছি, এই ছন্দ ধরে রাখত পারব, পদকও জিততে পারব।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)