১৯৭৫ সালের ২১ জুন লর্ডসে উদ্বোধনী বিশ্বকাপে ক্লাইভ লয়েডের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে ১৭ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। ৪৫ বছর হয়ে গেল। সেই কীর্তিকেই স্মরণ করলেন ক্যারিবিয়ান ক্রিকেটপ্রেমীরা।
১৯৭৯ সালের বিশ্বকাপেও সেরা হয়েছিল লয়েডের দল। ২৩ জুলাই ওয়েস্ট ইন্ডিজ ৯২ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে। তখন বিশ্বক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ছিল অপ্রতিরোধ্য। সেই দলকে হারানোর ক্ষমতা কারও ছিল না বলে জানালেন সেই দলের অধিনায়ক লয়েডও।
আরও পড়ুন: বাতিল ফাইনাল, জকোভিচদের সঙ্গে টুর্নামেন্টের পরেই করোনা আক্রান্ত গ্রিগর দিমিত্রোভ