Advertisement
১১ মে ২০২৪

লিগ কে পাবে কেউ জানে না, বলছেন পেপ

বোর্নমুথ হালফিলে বারবার হেরেছে ম্যান সিটির কাছে। ২০১৫ থেকে সাত বার খেলে প্রতিবার। তাদের বিরুদ্ধে ২৪টি গোল করেছে সিটি। গুয়ার্দিওলা জানিয়েছেন, ডিন কোর্টে ফিরছেন গ্যাব্রিয়েল জেসুস। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ম্যান সিটির শেষ তিন ম্যাচ তিনি খেলেননি।

গুয়ার্দিওলা। ফাইল চিত্র

গুয়ার্দিওলা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ০৫:১২
Share: Save:

প্রিমিয়ার লিগে সাপ-লুডোর খেলা অব্যাহত। ২৯ নম্বর ম্যাচে লিভারপুল নামার ২৫ ঘণ্টা আগে ম্যাঞ্চেস্টার সিটির সামনে বোর্নমুথ। শনিবার ডিন কোর্টে জিতলে পেপ গুয়ার্দিওলার সিটি আবার টেবলের শীর্ষে উঠবে। আপাতত ক্লপের লিভারপুল এক নম্বর। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্টে। ম্যান সিটির ৬৮।

বোর্নমুথ হালফিলে বারবার হেরেছে ম্যান সিটির কাছে। ২০১৫ থেকে সাত বার খেলে প্রতিবার। তাদের বিরুদ্ধে ২৪টি গোল করেছে সিটি। গুয়ার্দিওলা জানিয়েছেন, ডিন কোর্টে ফিরছেন গ্যাব্রিয়েল জেসুস। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ম্যান সিটির শেষ তিন ম্যাচ তিনি খেলেননি। ওয়েস্ট হ্যামের মতো দলের বিরুদ্ধে পেনাল্টি গোলে জয়ের পরে পেপ উদ্বেগে ছিলেন। জেসুসের দলে ফেরা তাঁর জন্য ভাল খবর। সঙ্গে বললেন, ‘‘ফুটবলে পণ্ডিতের সংখ্যা এখন প্রচুর। কিন্তু কারও পক্ষে বলা সম্ভব নয় এ বার কে লিগ চ্যাম্পিয়ন হবে।’’ আর শনিবারের প্রতিপক্ষ বোর্নমুথ নিয়ে তাঁর কথা, ‘‘অবশ্যই কঠিন ম্যাচ। তার উপর ওদের মাঠে খেলতে হবে। ভুলে যাবেন না এ বার ওরা চেলসিকে ৪-০ হারিয়েছে। তাই সতর্ক থাকতে বলেছি ছেলেদের।’’

শেষ ন’টি ম্যাচের আটটিতে জিতেছে ম্যান সিটি। আর শেষ তিন ম্যাচে গোল করেছে ন’টি। খায়নি একটাও। যথারীতি মানুষ উদ্বেল পেপের পাসিং ফুটবলে এত গোল দেখে। অবশ্য লিগে শেষ ম্যাচটা ব্যতিক্রম। ‘‘এখনও ৩০ পয়েন্টের খেলা বাকি। লিভারপুলের থেকে আমরা এক পয়েন্ট পিছনে। অনেক কিছু ঘটবে। তাই কাল ফল যা-ই হোক, লিগ শেষ হয়ে যাবে না। সামনে চ্যাম্পিয়ন্স লিগও আছে। সঙ্গে এফএ কাপ। বেশি ভাবছি ফুটবলারদের ফিটনেস নিয়ে,’’ বলেছেন পেপ।

লিগে যা হওয়ার হবে জানিয়ে লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ আবার একটা করে ম্যাচ নিয়ে ভাবতে চান। রবিবার তাঁরা অ্যানফিল্ডে এভার্টনের মুখোমুখি। ক্লপ বলছেন, ‘‘এভার্টনের ভক্তেরা চাইবে না আমরা জিতি। রবিবার খুবই আবেগের ম্যাচ খেলতে হবে আমাদের। জানি আমাদের ভক্তেরাও গলা ফাটাবে। এমন উত্তেজক পরিবেশে মাঠে ভাল কিছু করে দেখাতে হবে।’’ রবিবার রবের্তো ফির্মিনো খেলবেন কি না জানতে চাওয়া হলে ক্লাপের জবাব, ‘‘তাড়াহুড়ো করে লাভ নেই। কাল সকালে প্র্যাকটিসে ওকে দেখে সিদ্ধান্ত নেব। তাই রবিবার ববি (রবের্তোর ডাকনাম) খেলবেই এখনই নিশ্চয়তা দিতে পারছি না।’’

শনিবার খেলবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। তাদের সামনে সাউদাম্পটন। আর আগের ম্যাচে চেলসির কাছে ০-২ হারা টটেনহ্যামকে আবার কঠিন পরীক্ষা দিতে হবে আর্সেনালের বিরুদ্ধে। শেষ পর্যন্ত প্রথম চারে কারা থাকবে তা নিয়েও আগ্রহ আছে। ম্যান ইউ-র পয়েন্ট ২৮ ম্যাচে ৫৫। তারা পাঁচে এখন। আর্সেনাল আগের ম্যাচ ৫-০ জিতে চমকে দিয়েছে। টটেনহ্যামের বিরুদ্ধেও গানার্স ভাল কিছু করতে পারে কি না সেটাই দেখার। টেবলে চার নম্বর আর্সেনালের পয়েন্ট ২৮ ম্যাচে ৫৬। টটেনহ্যাম সমান ম্যাচে ৬০। চেলসির কাছে হারায় খেতাবের দৌড়ে তারা খানিকটা পিছিয়ে পড়েছে। আর্সেনাল ম্যানেজার উনাই এমেরি অবশ্য বলেছেন, ‘‘ওরা লিগের অন্যতম সেরা দল। একটা ম্যাচ দিয়ে কিছু বোঝা যায় না। আমাদের বিরুদ্ধে ওরা দারুণ ভাবে ঘুরে দাঁড়াতেই পারে।’’

শনিবার ইপিএলে: টটেনহ্যাম বনাম আর্সেনাল (সন্ধে ৬’টা)। বোর্নমুথ বনাম ম্যাঞ্চেস্টার সিটি (রাত ৮-৩০)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম সাউদাম্পটন (রাত ৮-৩০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE