নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুধবারের টি-টোয়েন্টি ম্যাচে তাঁর শেষ ডেলিভারিটা করেননি আশিস নেহরা। একটা ‘বাউন্সার’ তুলে রেখেছিলেন ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনের জন্য। যে ‘বাউন্সারের’ লক্ষ্য ছিল জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান এম এস কে প্রসাদ।
নেহরার বিদায়ী ম্যাচ নিয়ে ধোঁয়াশা তৈরি হয় যখন প্রসাদ মন্তব্য করেন, নেহরা দিল্লিতে খেলবেন কি না, ঠিক নেই। নির্বাচক প্রধান এও বলেছিলেন, নেহরা-কে তাঁরা শুধু নিউজিল্যান্ড সিরিজের জন্যই ভাবছেন।
অর্থাৎ ইঙ্গিত ছিল, নিউজিল্যান্ড সিরিজই মোটামুটি শেষ আন্তর্জাতিক সিরিজ হতে চলেছে নেহরার। তা তিনি অবসর নিন বা না-ই নিন। প্রসাদের বক্তব্য নিয়ে ম্যাচের পরে নেহরাকে প্রশ্ন করা হলে এই বাঁ-হাতি পেসার বলেন, ‘‘নির্বাচক প্রধানের সঙ্গে আমার কোনও কথা হয়নি। আপনাদের কাছ থেকে ওর বক্তব্য শুনেছি। আমি শুধু এটা বলতে চাই, আমি যখন খেলা শুরু করেছিলাম তখনও নির্বাচকদের অনুমতি নিইনি। আবার যখন খেলা ছাড়লাম, তখনও নির্বাচকদের অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করিনি।’’