Advertisement
২৪ অক্টোবর ২০২৪

ব্যালন ডি’ওর নয়, সব ট্রফি জিততে চাই, বলছেন মেসি

এই মুহূর্তে ফুটবল বিশ্বে ব্যালন ডি’ওর জেতার লড়াইয়ে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একই বিন্দুতে দাঁড়িয়ে। কারণ দু’জনেই এই খেতাব জিতেছেন পাঁচ বার করে।

লিওনেল মেসি।

লিওনেল মেসি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৮ ০৪:১৪
Share: Save:

ব্যক্তিগত পুরস্কারের চেয়ে দলগত সাফল্যকেই বেশি গুরুত্ব দেন তিনি। তাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হারিয়ে ষষ্ঠ ব্যালন ডি’ওর খেতাব জেতার চেয়ে তাঁর ক্লাব দল বার্সেলোনাকে জেতাতে তিনি বরং বেশি আগ্রহী। জানিয়ে দিলেন বার্সেলোনার আর্জেন্তাইন তারকা লিওনেল মেসি।

এই মুহূর্তে ফুটবল বিশ্বে ব্যালন ডি’ওর জেতার লড়াইয়ে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একই বিন্দুতে দাঁড়িয়ে। কারণ দু’জনেই এই খেতাব জিতেছেন পাঁচ বার করে। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন এ বার হয়তো ষষ্ঠ ব্যালন ডি’ ওর খেতাব জিতে রোনাল্ডোকে টপকে যাবেন লিও মেসি। বার্সেলোনার জার্সি গায়ে ইতিমধ্যেই ২৬ গোল এই মরসুমে করে ফেলেছেন মেসি। ফলে ২০১৮ সালের ব্যালন ডি’ ওর জেতার দাবিদার হিসেবে তাঁকেই চিহ্নিত করছেন কেউ কেউ। আর এই প্রসঙ্গ উঠলেই মেসি বলছেন, ‘‘আমি আগেই জানিয়ে দিয়েছি আমার ফুটবল দর্শন ও লক্ষ্য। ব্যক্তিগত পুরস্কার প্রাপ্তি সেখানে স্থান পায় না। বরং তার বদলে ক্লাব যে সব টুর্নামেন্টে অংশ নেয়, সেই সব কটা ট্রফিই বার্সার হয়ে জিততে আরও বেশি পছন্দ করি আমি।’’

শনিবার বার্সেলোনায় আয়োজিত ক্যাটালন ক্লাবটির এক স্পনসর-এর অনুষ্ঠানে মেসি এই কথার সঙ্গে জুড়ে দেন, ‘‘আশার রাখছি, আমি যে ভাবে এগিয়ে যেতে পছন্দ করি, ঠিক সে ভাবেই সেরা হয়ে মরসুমটা শেষ করতে পারব। আমরা ঠিক রাস্তাতেই চলেছি।’’

এখানেই না থেমে মেসি আরও বলেন, ‘‘তবে এখানেই আত্মতুষ্ট হয়ে পড়লে চলবে না। বরং এখনও আমাদের অনেকটা পথ হাঁটতে হবে। কারণ প্রতি মরসুমের মতো এই মুরসুমেও আমার লক্ষ্য ঠিক একটাই। তা হল, সব ট্রফি জিততে হবে।’’

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় বার্সেলোনার সামনে এ বার ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। এ দিন সেই প্রসঙ্গ উঠলে মেসি বলেন, ‘‘এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল হল ম্যাঞ্চেস্টার সিটি। একই কথা প্রযোজ্য প্যারিস সাঁ জারমাঁ প্রসঙ্গেও। রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা এবং দক্ষতাও দুর্দান্ত। আর বায়ার্ন মিউনিখও শেষ পর্যন্ত লড়বে। কাজেই চ্যাম্পিয়ন্স লিগের লড়াই বেশ শক্ত।’’

আরও পড়ুন: ট্রফি জিতে কোর্টে কান্না ওজনিয়াকির

এই সময়েই লিও মেসিকে এক সাংবাদিক মনে করিয়ে দেন, এ বারের লা লিগায় বার্সেলোনার চেয়ে ১৯ পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। তা ছাড়া রোনাল্ডোও আগের ফর্মে খেলতে পারছেন না। এ ছাড়াও কোপা দেল রে থেকেও ছিটকে গিয়েছে রিয়াল। ফলে এই দুই ট্রফির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগও জেতার সমূহ সুযোগ রয়েছে মেসির বার্সেলোনার সামনে। সেখানেই মেসি বলে দেন, ‘‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হারানো বা ষষ্ঠ ব্যালন ডি’ ওর জেতা আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য বার্সেলোনাকে যত বেশি সম্ভব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করা। সেটা করতে পারলেই আমি খুশি।’’

একই সঙ্গে এ দিন নেমার নিয়েও মন্তব্য করেন মেসি। গত মরসুমে নেমার যখন বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ জারমাঁ-র জার্সি গায়ে দেন, তখন অনেকেই বার্সার ছন্দে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। এ দিন নেমার প্রসঙ্গ উঠতে মেসি বলে দেন, ‘‘নেমার ছাড়া আমরা বরং আগের চেয়ে অনেক বেশি ভারসাম্য যুক্ত দল। হয়তো ও চলে যাওয়ায় দলে কিছু পরিবর্তন হয়েছে। হয়তো আক্রমণে সেই আগের ধার হয়তো নেই। কিন্তু রক্ষণ উপকৃত হয়েছে। কারণ আমাদের মাঝমাঠ এখন আগের চেয়ে রক্ষণকে অনেক বেশি নির্ভরতা দিচ্ছে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE