সুদেভা এফসি-র বিরুদ্ধে জয় দিয়ে আই লিগ অভিযান শুরু করলেও দলের পারফরম্যান্সে আরও উন্নতি চান মহমেডান কোচ হোসে হাভিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। তার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাভিয়া বলেন, ‘‘জিতলে ফুটবলাররা আত্মবিশ্বাস পায় এটা সঠিক। কিন্তু শুধু জিতলেই হবে না। পারফরম্যান্সেও উন্নতি দরকার। আমরা আরও ভাল খেলতে চাই। আর সুযোগ পেলেই গোল করতে চাই। আমাদের প্রতিপক্ষের কথা মাথায় রেখেই ফোকাস ঠিক রাখতে হবে। আমি নিশ্চিত পরের ম্যাচে আমরা আমাদের সেরাটা দিতে পারব।’’
বিপক্ষকে দেখে নিয়েই আক্রমণে যেতে চান মহমেডানের স্প্যানিশ কোচ। অনুশীলনে ফুটবলারদের দেখে খুশি হাভিয়া। তিনি বলেন, ‘‘আমরা আমাদের ভুল বুঝে অনুশীলনে সেগুলো শোধরানোর চেষ্টা করছি।’’