নোভাক জোকোভিচের থেকে মুখ ফিরিয়ে নিল ফরাসি ওপেনও। সে দেশে পাশ হয়েছে একটি নতুন আইন, যেখানে বলা হয়েছে, টিকার শংসাপত্র ছাড়া কাউকেই ফরাসি ওপেনে খেলতে দেওয়া হবে না।
এখনও করোনার টিকা নেননি জোকোভিচ। রবিবার অস্ট্রেলিয়ার আদালতে লড়াইয়ে হেরে গিয়েছেন তিনি। ফিরতে হয়েছে দেশে। রবিবার ফ্রান্সের সংসদে টিকা সংক্রান্ত একটি আইন আনা হয়েছে, যেখানে রেস্তোরাঁ, কাফে, সিনেমা এবং লম্বা দূরত্বের ট্রেনে ওঠার জন্য যে কোনও মানুষের টিকার শংসাপত্র দরকার।