Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sports News

ঝুলনের ঝুলিতে নতুন রেকর্ড

নতুন রেকর্ডে বাংলার ঝুলন গোস্বামী। মহিলা ক্রিকেটে বিশ্বের সব থেকে বেশি উইকেট এখন তাঁরই দখলে। মঙ্গলবার তিনি পেড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার ক্যাথিন ফিজপ্যাট্রিককে।

ঝুলন গোস্বামী। -ফাইল চিত্র।

ঝুলন গোস্বামী। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ মে ২০১৭ ২০:২৮
Share: Save:

নতুন রেকর্ডে বাংলার ঝুলন গোস্বামী। মহিলা ক্রিকেটে বিশ্বের সব থেকে বেশি উইকেট এখন তাঁরই দখলে। মঙ্গলবার তিনি পেড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার ক্যাথিন ফিজপ্যাট্রিককে। ক্যাথিনের দখলে ছিল ১৮০ উইকেট। মঙ্গলবার ১৫৩ ম্যাচে ১৮১ উইকেট নিয়ে নতুন মাইলস্টোন তৈরি করলেন বাংলার ঝুলন।

আরও খবর: প্লে-অফের জটিল অঙ্কে কোথায় দাঁড়িয়ে কোন দল

এদিন কোয়াড্র্যাঙ্গুলার সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই রেকর্ডে পৌঁছলেন তিনি। শেষ করলেন ৭৩ ওভারে ২০ রান দিয়ে তিন উইকেটে। প্রতিপক্ষের রাইসিব নজাখেকে আউট করার সঙ্গেই রেকর্ডে পৌঁছে গেলেন এই ফার্স্ট বোলার। আগের দু’জন শিকার ছিলেন নাদিন দে ক্লার্ক ও মাসাবাতা ক্লাস। ২০০২এ একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল ঝুলনের। ইংল্যান্ডের বিরুদ্ধে। তাঁকেই একটা সময় দ্রুততম বোলার হিসেবে গন্য করা হত। তাঁর রেকর্ডের তালিকায় এক ইনিংসে দুটো পাঁচ উইকেটও রয়েছে। ওয়ান ডেতে তাঁর সেরা ৩১ রানে ৬ উইকেট। ঝুলনের ঝুলিতে রয়েছে সব ফর্ম্যাট মিলে ২৭১টি আন্তর্জাতিক উইকেট। এ ছাড়া রয়েছে আইসিসির সেরা ক্রিকেটার অর্জুন ও পদ্মশ্রীর মতো সম্মানও। ঝুলনকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই ও আইসিসি।

এদিন কোয়াড্র্যাঙ্গুলার সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই রেকর্ডে পৌঁছলেন তিনি। শেষ করলেন ৭৩ ওভারে ২০ রান দিয়ে তিন উইকেটে। প্রতিপক্ষের রাইসিব নজাখেকে আউট করার সঙ্গেই রেকর্ডে পৌঁছে গেলেন এই ফার্স্ট বোলার। আগের দু’জন শিকার ছিলেন নাদিন দে ক্লার্ক ও মাসাবাতা ক্লাস। ২০০২এ একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল ঝুলনের। ইংল্যান্ডের বিরুদ্ধে। তাঁকেই একটা সময় দ্রুততম বোলার হিসেবে গন্য করা হত। তাঁর রেকর্ডের তালিকায় এক ইনিংসে দুটো পাঁচ উইকেটও রয়েছে। ওয়ান ডেতে তাঁর সেরা ৩১ রানে ৬ উইকেট। ঝুলনের ঝুলিতে রয়েছে সব ফর্ম্যাট মিলে ২৭১টি আন্তর্জাতিক উইকেট। এ ছাড়া রয়েছে আইসিসির সেরা ক্রিকেটার অর্জুন ও পদ্মশ্রীর মতো সম্মানও। ঝুলনকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই ও আইসিসি।

এদিন কোয়াড্র্যাঙ্গুলার সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই রেকর্ডে পৌঁছলেন তিনি। শেষ করলেন ৭৩ ওভারে ২০ রান দিয়ে তিন উইকেটে। প্রতিপক্ষের রাইসিব নজাখেকে আউট করার সঙ্গেই রেকর্ডে পৌঁছে গেলেন এই ফার্স্ট বোলার। আগের দু’জন শিকার ছিলেন নাদিন দে ক্লার্ক ও মাসাবাতা ক্লাস। ২০০২এ একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল ঝুলনের। ইংল্যান্ডের বিরুদ্ধে। তাঁকেই একটা সময় দ্রুততম বোলার হিসেবে গন্য করা হত। তাঁর রেকর্ডের তালিকায় এক ইনিংসে দুটো পাঁচ উইকেটও রয়েছে। ওয়ান ডেতে তাঁর সেরা ৩১ রানে ৬ উইকেট। ঝুলনের ঝুলিতে রয়েছে সব ফর্ম্যাট মিলে ২৭১টি আন্তর্জাতিক উইকেট। এ ছাড়া রয়েছে আইসিসির সেরা ক্রিকেটার অর্জুন ও পদ্মশ্রীর মতো সম্মানও। ঝুলনকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই ও আইসিসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jhulam Goswami Cricket Cricketer Women Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE