Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Gautam Gambhir

ধোনির দলে ফেরা কঠিন, মত গম্ভীরের

ভারতীয় দলের হয়ে ধোনি শেষ খেলেছেন গত বছর জুলাইয়ে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

গৌতম গম্ভীর।

গৌতম গম্ভীর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ০৪:৫৯
Share: Save:

চলতি বছরে যদি আইপিএল না হয়, তা হলে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ভারতীয় দলে প্রত্যাবর্তন কঠিন হবে। বলে দিলেন ধোনির একদা সতীর্থ ও বর্তমানে সাংসদ গৌতম গম্ভীর।

ভারতীয় দলের হয়ে ধোনি শেষ খেলেছেন গত বছর জুলাইয়ে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তার পরে প্রতিযোগিতামূলক কোনও ক্রিকেট ম্যাচেই খেলেননি প্রাক্তন এই ভারত অধিনায়ক। এই দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকায় ধোনির পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কঠিন বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন সুনীল গাওস্কর, কপিল দেবের মতো প্রাক্তনরাও। আশা করা হয়েছিল, এ বারের আইপিএল খেলে ফের ভারতীয় দলে অন্তর্ভুক্ত হওয়ার রাস্তা তৈরি করবেন ধোনি। কিন্তু সেই আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে ধোনির কাছে।

সোমবার এই প্রসঙ্গ উত্থাপন করে গম্ভীর বলেন, ‍‘‍‘আইপিএল এ বছর না হলে ধোনির পক্ষে ভারতীয় দলে ফেরা মুশকিল হয়ে যাবে। টানা এক থেকে দেড় বছর দলের বাইরে থাকলে ধোনিকে কোন ভিত্তিতে দলে নেওয়া হবে?’’ গম্ভীর এর সঙ্গেই সীমিত ওভারের ক্রিকেটে কে এল রাহুলকে উইকেটকিপার হিসেবে ধরে যোগ করেন, ‍‘‍‘অবশ্যই রাহুলের কিপিং ধোনির মতো ভাল নয়। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের কথা ধরলে রাহুল একজন কার্যকর ব্যাটসম্যান। তিন কিংবা চার নম্বরে ব্যাট করতে পারে। তাই আইপিএল এ বছর না হলে ধোনির ভারতীয় দলে ফেরা কঠিন হয়ে যাবে। দেশের হয়ে খেলতে গেলে যে ভাল পারফরম্যান্স করবে তাঁকেই কিন্তু দলে নেওয়া হবে। সেটাই নিয়ম।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE