Advertisement
২০ এপ্রিল ২০২৪

মুম্বইকে বিধ্বস্ত করে জয়ের সরণিতে ওড়িশা

অধরা আইএসএল খেতাবের লক্ষ্যে দিল্লি ডায়নামোজ এফসি এই মরসুমে নাম ও ঘরের মাঠ বদলে ফেলেছে। ওড়িশা এফসি নামে খেলছে ভুবনেশ্বর থেকে।

ওড়িশা এফসি। ছবি: পিটিআই

ওড়িশা এফসি। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৯ ০৩:৫১
Share: Save:

এ যেন খাদের কিনারা থেকে নাটকীয় ভাবে ফিরে আসা।

অধরা আইএসএল খেতাবের লক্ষ্যে দিল্লি ডায়নামোজ এফসি এই মরসুমে নাম ও ঘরের মাঠ বদলে ফেলেছে। ওড়িশা এফসি নামে খেলছে ভুবনেশ্বর থেকে। কিন্তু ব্যর্থতার ছবিটা পাল্টায়নি। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ১-২ হার দিয়ে আইএসএলে অভিযান শুরু করেছিল আলেসান্দ্রো দেল পিয়েরো, রবার্তো কার্লোসদের পুরনো দল। দ্বিতীয় ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধেও ১-২ হার। কিন্তু বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচের সামনে সম্পূর্ণ বদলে যাওয়া ওড়িশাকে দেখা গেল। বিরতিতে মাঠে বল নিয়েও নেমে পড়েন ভারতের টেনিস কিংবদন্তি।

ওড়িশার স্পেনীয় কোচ জোসেপ গোম্বাউ এ দিন ৪-২-৩-১ ছকে দল সাজালেও ম্যাচের শুরু থেকেই ওড়িশা আক্রমণের ঝড় তোলে। সিসকো হার্নান্দেস, আরিদানে সান্তানা, বিনীত রাইদের গতির সামনে বারবার ভেঙে পড়ে মুম্বইয়ের রক্ষণ। ফলশ্রুতি, ম্যাচের ছ’মিনিটেই সিসকো গোল করে এগিয়ে দেন ওড়িশাকে। ২১ মিনিটে ফের ধাক্কা মুম্বই শিবিরে। এ বার ওড়িশার হয়ে গোল করেন স্পেনের দেপোর্তিভো লা করুনার যুব দল থেকে উঠে আসা ৩২ বয়সি স্ট্রাইকার সান্তানা। ৪১ মিনিটে ওড়িশার হয়ে তৃতীয় গোল করেন জেরি মমিংথাঙ্গা।

ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে মুম্বই। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মহম্মদ লারবি। কিন্তু ৭৩ মিনিটে ফের ওড়িশার হয়ে গোল করেন সান্তানা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বিপিন সিংহ গোল করলেও মুম্বইয়ের হার বাঁচাতে পারেননি। বলিউড তারকা রণবীর কপূরের দলের বিরুদ্ধে দুরন্ত জয়ের পরে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছ’নম্বরে উঠে এল ওড়িশা। সমসংখ্যক ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে পাঁচে মুম্বই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISL Football Odisha FC Mumbai City
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE