Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পোগবার থাকা নিয়ে আত্মবিশ্বাসী সোলসার

রিয়াল মাদ্রিদ ম্যানেজার জ়িনেদিন জ়িদান বিশ্বকাপজয়ী ফরাসি তারকার উচ্ছ্বসিত প্রসংশা করে বলেছিলেন, ‘‘পোগবা হচ্ছে সেই ফুটবলার, যে জানে সব কিছু কী ভাবে করতে হয়।’’

ম্যান ইউনাইটেডে পোগবার থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী ওলে গানার সোলসার। ছবি এপি।

ম্যান ইউনাইটেডে পোগবার থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী ওলে গানার সোলসার। ছবি এপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ০৪:৫৮
Share: Save:

পল পোগবা আগামী মরসুমে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে খেলবেন, না কি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেই থাকবেন? এই মুহূর্তে বিশ্বফুটবলে জল্পনা তুঙ্গে।

রিয়াল মাদ্রিদ ম্যানেজার জ়িনেদিন জ়িদান বিশ্বকাপজয়ী ফরাসি তারকার উচ্ছ্বসিত প্রসংশা করে বলেছিলেন, ‘‘পোগবা হচ্ছে সেই ফুটবলার, যে জানে সব কিছু কী ভাবে করতে হয়।’’ ম্যান ইউনাইটেড তারকা নিজেও গত সপ্তাহে বলেছিলেন, ‘‘রিয়াল মাদ্রিদে খেলা সব ফুটবলারের কাছেই স্বপ্ন।’’

ম্যানেজার ওলে গানার সোলসার অবশ্য ম্যান ইউনাইটেডে পোগবার থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ‘‘পোগবা নিজে কি কখনও কাউকে বলেছে যে, রিয়াল মাদ্রিদে খেলতে চায়? ও এখানে সুখেই আছে। দুর্দান্ত খেলছে।’’ জ়িদানের মন্তব্য নিয়ে সোলসারের প্রতিক্রিয়া, ‘‘জ়িদান ফরাসি ফুটবলের প্রধান মুখ, কিংবদন্তি। দুর্দান্ত ম্যানেজারও। আমি ওর বিরুদ্ধে খেলেছি!’’

২০০৯ সালে ম্যান ইউনাইডের যুব দলে যোগ দেন পোগবা। দু’বছরের মধ্যে সিনিয়র দলে জায়গা করে নেন তিনি। তখন ম্যান ইউনাইটেডের দায়িত্বে ছিলেন স্যর আলেক্স ফার্গুসন। কিন্তু নিয়মিত সুযোগ না পাওয়ার হতাশায় পরের বছর পোগবা সই করেন জুভেন্তাসে। ২০১৬ সালে তাঁকে রেকর্ড মূল্যে (৬৯ মিলিয়ন পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় ৮০৭ কোটি) ওল্ড ট্র্যাফোর্ডে ফিরিয়ে আনেন জোসে মোরিনহো। অথচ তাঁর সঙ্গেই সংঘাতে জড়িয়ে পড়েন ফরাসি তারকা। এর পরেই খারাপ পারফরম্যান্সের জন্য মোরিনহোকে বরখাস্ত করেন ক্লাব কর্তৃপক্ষ। দলের দায়িত্ব তুলে দেন সোলসারের হাতে। তাঁর কোচিংয়েই ঘুরে দাঁড়ায় ম্যান ইউনাইটেড। সোলসারের মতে, পোগবার জন্যই ছন্দে ফিরেছে ম্যান ইউনাইটেড! তিনি বলেছেন, ‘‘পোগবা আমাদের প্রাণভোমরা। ওকে ঘিরেই দলটা তৈরি করি।’’

তবে আজ, মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগে উলভসের বিরুদ্ধে ম্যাচের আগে পোগবার ভবিষ্যৎ নিয়ে জল্পনা যে অস্বস্তি বাড়িয়েছে ম্যান ইউনাইটেড শিবিরে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সোলসার অবশ্য বলছেন, ‘‘আন্তর্জাতিক বিরতির পরে মানিয়ে নিতে একটু সময় লাগে ফুটবলারদের। সেটাই নিয়েই আমি চিন্তিত।’’ আগের ম্যাচে ওয়ার্টফোর্ডের বিরুদ্ধে রোমেলু লুকাকু-কে ছাড়াই দল নামিয়েছিলেন তিনি। বেলজিয়ান স্ট্রাইকারের ফিটনেস নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। ম্যান ইউনাইটেড ম্যানেজার সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘অ্যান্থনি মার্শিয়াল ও লুকাকু দু’জনেই সুস্থ। কোনও অঘটন না ঘটলে ওরাই শুরু করবে উলভসের বিরুদ্ধে।’’

খেতাবের আর এক দাবিদার ম্যাঞ্চেস্টার সিটি নামছে বুধবার রাতে কার্ডিফ সিটি-র বিরুদ্ধে। লিভারপুল ফের লিগ টেবলের শীর্ষে উঠে এলেও উদ্বিগ্ন নন বলে দাবি করলেন পেপ গুয়ার্দিওলা। বলেছেন, ‘‘এই চাপটাই ফুটবলারদের অনুপ্রাণিত করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE