Advertisement
২০ এপ্রিল ২০২৪
Aiden Markram

উড়ন্ত মার্করাম, অসাধারণ ক্যাচে জিতে নিলেন সকলের মন

বছরের পর বছর একের পর এক সেরা ফিল্ডার উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা। হার্সেল গিবস থেকে জন্টি রোডস—নিজেদের ব্যাটিংয়ের পাশাপাশি মাঠের মধ্যে এঁদের ক্ষিপ্রতা মনে জিতে নিয়েছে বহু ক্রিকেটপ্রেমীদের।

ক্যাচ নেওয়ার সেই মুহূর্ত। ছবি: এপি।

ক্যাচ নেওয়ার সেই মুহূর্ত। ছবি: এপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০৩
Share: Save:

বছরের পর বছর একের পর এক সেরা ফিল্ডার উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা। হার্সেল গিবস থেকে জন্টি রোডস—নিজেদের ব্যাটিংয়ের পাশাপাশি মাঠের মধ্যে এঁদের ক্ষিপ্রতা মনে জিতে নিয়েছে বহু ক্রিকেটপ্রেমীদের।

এ বার হয়ত সেই তালিকায় দ্রুত ঢুকে পড়তে চলেছেন প্রোটিয়া ক্রিকেটার এইডেন মার্করাম। চতুর্থ ওডিআই ম্যাচে ভারতের ইনিংসের ৪৭ ওভারের ঘটনা। সেই ওভারে কাগিসো রাবাডার বল হার্দিক পাণ্ড্য বাউন্ডারি লাইনে পাঠাতে গেলে তা প্রায় উড়ন্ত বাজের মতো ঝাঁপিয়ে ধরে নেন মার্করাম।

মার্করামের নেওয়া এই ক্যাচ দেখে অনেকেই ইতিমধ্যেই তাঁকে জন্টি রোডসের সঙ্গে তুলনা করছেন।

আরও পড়ুন: ওয়ান্ডারার্সে ধবনের তিন নজির, কী কী জানেন?

স্লো ওভাররেটের জন্য জরিমানা দক্ষিণ আফ্রিকার

আরও পড়ুন স্লো ওভাররেটের জন্য জরিমানা দক্ষিণ আফ্রিকার ' ! 👐 ! 🇿🇦 ⏺️

আরও পড়ুন স্লো ওভাররেটের জন্য জরিমানা দক্ষিণ আফ্রিকার ⏺️

কেউ কেউ তো তাঁকে আবার দক্ষিণ আফ্রিকার স্পাইডারম্যান বলাও শুরু করেছেন। ক্যাচটি ধরার পর মার্করামের প্রশংসায় মাতেন ধারাভাষ্যকারেরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aiden Markram India South Africa Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE