ডিসেম্বরে ভারত-পাক সিরিজ নিয়ে এ বার রীতিমতো যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় বোর্ডকে কার্যত হুমকি দিয়ে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন, ডিসেম্বরে ভারত দ্বিপাক্ষিক সিরিজে রাজি না হলে আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-র কোনও টুর্নামেন্টেও ভারতের বিরুদ্ধে খেলবে না তারা।
বেশ কয়েক মাস ধরেই ডিসেম্বরের ভারত-পাক সিরিজ নিয়ে চাপান-উতোর তুঙ্গে। প্রথম দিকে দু’পক্ষই সিরিজের পক্ষে সায় দিলেও পরের দিকে সীমান্তে পাক হামলার প্রতিবাদে সিরিজ না করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তবে সরকারি ভাবে বোর্ডের পক্ষ থেকে কোনও ঘোষণা হয়নি। আর্থিক ভাবে ধুঁকতে থাকা পিসিবি কিন্তু প্রথম থেকেই সিরিজ করতে মরিয়া। আর এ বার সেই মরিয়া মনোভাবের প্রকাশ পেল পিসিবি প্রধানের কথাতেও।
শাহরিয়ারের দাবি, “এখনও কিছুই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে ভারতীয় বোর্ড যদি সিরিজ না করার বিষয়ে কট্টর মনোভাব নেয়, তাহলে আমাদেরও অন্য কথা ভাবতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সিরিজ না হলে আইসিসি এবং এসিসির টুর্নামেন্টেও ভারতকে বয়কট করব।”
সিরিজ না করতে দেওয়ার জন্য বোর্ড সচিব অনুরাগ ঠাকুরকেও বিঁধেছেন শাহরিয়ার। তাঁর মতে, অনুরাগ রাজনীতির লোক বলেই সিরিজের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন।
দুই দেশ নিজেদের মধ্যে শেষ পূর্ণ সিরিজ খেলেছিল প্রায় আট বছর আগে, ২০০৭ এ। এর পর ২০১২ সালে একটা ওয়ান ডে সিরিজ ছাড়া আইসিসি এবং এসিসি টুর্নামেন্টেই মুখোমুখিহয়েছে দুই দেশ।