এই লাহৌরেই ২০০৯-এ শ্রীলঙ্কার টিমবাসে জঙ্গিহানার পর পাকিস্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল ক্রিকেটবিশ্ব। সেই লাহৌরের মাটিতেই আন্তর্জাতিক ক্রিকেট ফিরল। বিশ্ব একাদশ বনাম পাকিস্তান একাদশ লড়াই দিয়ে ক্রিকেট ফিরল পাকিস্তানে। যে সিরিজে থাকছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম ম্যাচ ছিল মঙ্গলবার, যাতে পাকিস্তান জিতল ২০ রানে।
এই ম্যাচ ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ছিল সারা লাহৌর জুড়ে। আগেই বলা হয়েছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে। স্টেডিয়ামও চলে যায় কমান্ডোদের দখলে। ফাফ ডুপ্লেসি, হাসিম আমলা, তামিম ইকবাল, ডারেন স্যামি— বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা এসেছেন পাকিস্তানে। এ দিন খেলা শুরুর আগে দেখা যায় মাঠে অটো রিকশা চাপিয়ে ঘোরানো হয় ক্রিকেটারদের।
টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ডুপ্লেসি। ২০ ওভারে পাকিস্তান তোলে ১৯৭-৫। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান তিন নম্বরে নামা বাবর আজমের। তিনি করে যান ৫২ বলে ৮৬। মারেন ১০টি বাউন্ডারি এবং দু’টো ওভারবাউন্ডারি।