Advertisement
০২ মে ২০২৪
Pakistan Cricket

Sarim Akhtar: ক্রিকেট বিশ্বকাপে ভাইরাল হওয়া পাকিস্তানের সারিম এখন হংকংয়ের মিম মিউজিয়ামে, ফের ভাইরাল ভিডিয়ো

সারিমের যে ছবি নিয়ে অসংখ্য মিম হয়েছে, তা এ বার জায়গা করে নিল হংকং মিম মিউজিয়ামে। এটি বিশ্বের প্রথম মিম মিউজিয়াম।

সারিম আখতার।

সারিম আখতার। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২১ ১৫:১৮
Share: Save:

সারিম আখতার। সেই ২০১৯ সাল থেকে গোটা বিশ্বে মিমের লোভনীয় বিষয়। সারিমের যে ছবি নিয়ে অসংখ্য মিম হয়েছে, তা এ বার জায়গা করে নিল হংকং মিম মিউজিয়ামে।

এটি বিশ্বের প্রথম মিম মিউজিয়াম। সেখানে জায়গা পেয়েছে সারিমের সেই ভাইরাল হওয়া ছবি। ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হেরেছিল পাকিস্তান। তারপর সারিমের কোমরে হাত রেখে বেজার মুখে দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল হয়েছিল।

সারিমের বোন আবিষ্কার করেন, তাঁর দাদার সেই ছবি হংকংয়ের মিউজিয়ামে জায়গা পেয়েছে। তিনি সারিমকে জানান। নেট মাধ্যমে দাদাকে এই খবর জানিয়ে তিনি লেখেন, ‘হংকং মিউজিয়ামে তোমাকে দেখলাম। কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারব না। তোমার জন্য আমি গর্বিত। তুমি সত্যিকারের কিংবদন্তি।’

সারিম লেখেন, ‘দারুণ লাগছে। পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পেরেছি।’

সারিম নেটমাধ্যমে এই খবর পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়েছে। সবাই তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE