Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Pakistan

অভিষেকেই এক ইনিংসে আট উইকেট নিয়ে নজির পাক পেসারের

নতুন এই রেকর্ড গড়ার সঙ্গে আফ্রিদি ভেঙে দেন ৪৪ বছরের পুরনো রেকর্ড। ১৯৭৩-৭৪ মরসুমে নিজের প্রথম শ্রেণির অভিষেক ম্যাচে ৫৮ রানে ৮ উইকেট নিয়ে নজির গড়েছিলেন নাদিম মালিক।

শাহিন আফ্রিদি। ছবি: সংগৃহীত।

শাহিন আফ্রিদি। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৩২
Share: Save:

অভিষেক ম্যাচে এক ইনিংসে আট উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নয়া নজির গড়লেন ১৭ বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটার শাহিন আফ্রিদি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট কুয়েদ-ই-আজম ট্রফিতে খান রিসার্চ ল্যাবরেটরির হয়ে এই কৃতিত্ব অর্জন করেন আফ্রিদি।

নতুন এই রেকর্ড গড়ার সঙ্গে আফ্রিদি ভেঙে দেন ৪৪ বছরের পুরনো রেকর্ড। ১৯৭৩-৭৪ মরসুমে নিজের প্রথম শ্রেণির অভিষেক ম্যাচে ৫৮ রানে ৮ উইকেট নিয়ে নজির গড়েছিলেন নাদিম মালিক। কিন্তু ফাস্ট ক্লাস ক্রিকেটের প্রথম ম্যাচে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৯ রানে ৮ উইকেট নিয়ে নতুন পাকিস্তানি রেকর্ড গড়েন শাহিন। দুই ইনিংস মিলিয়ে আফ্রিদির উইকেট সংখ্যা ৯। তবে, নাদিম আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নিতে না পারলেও শাহিনকে নিয়ে ইতিমধ্যেই স্বপ্ন দেখতে শুরু করেছে পাকিস্তান।

আরও পড়ুন: বিরাট বন্দনায় ইরফান পাঠান

আরও পড়ুন: ‘ফেক ফিল্ডিং’য়ের জের, পাঁচ রান পেনাল্টি পেল প্রতিপক্ষ দল

তবে নিজের এই বিধ্বংসী পারফরম্যান্সের সব কৃতিত্বই নিজের দাদাকে দিচ্ছেন শাহিন। তিনি বলেন, “আমি আমার দাদার কাছে ঋণী। দাদা পাশে থাকায় ক্রিকেটকে নিজের কেরিয়ার হিসেবে বেছে নিতে কোনও সমস্যা হয়নি। তিনিই আমার অনুপ্রেরণা। তাঁর কাছ থেকে বোলিংয়ের বেসিক শিখেছি আমি।”

প্রসঙ্গত, শাহিনের দাদা রিয়াজ আফ্রিদিও এক জন ক্রিকেটার। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও প্রতিনিধিত্ব করেছেন রিয়াজ।

এ দিন নিজের নয় উইকেট নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন “প্রথম শ্রেনীর ক্রিকেটে প্রথম ম্যাচেই নয় উইকেট নিতে পেরে খুব ভাল লাগছে। এটা অবশ্যই একটা স্বপ্নের শুরু বলা যেতে পারে আমি আমার দেশের জন্য আরও ভাল করতে চাই। আমি পাকিস্তানের সবুজ জার্সি পরে মাঠে নামতে চাই এবং পাকিস্তানের ফাস্ট বোলারদের ঐতিহ্য বজায় রাখতে চাই।” '

এ দিন নিজের নয় উইকেট নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন “প্রথম শ্রেনীর ক্রিকেটে প্রথম ম্যাচেই নয় উইকেট নিতে পেরে খুব ভাল লাগছে। এটা অবশ্যই একটা স্বপ্নের শুরু বলা যেতে পারে আমি আমার দেশের জন্য আরও ভাল করতে চাই। আমি পাকিস্তানের সবুজ জার্সি পরে মাঠে নামতে চাই এবং পাকিস্তানের ফাস্ট বোলারদের ঐতিহ্য বজায় রাখতে চাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE