বিলিয়ার্ডসে এ বারও এশিয়া সেরা হলেন পঙ্কজ আডবাণী। দোহায় রবিবার ১০০-আপ ফর্ম্যাটের ফাইনালে তিনি ভারতেরই ব্রিজেশ দামানিকে হারালেন ৫-১ ফলে।
অবিশ্বাস্য ২৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন আডবাণী! আর এশীয় বিলিয়ার্ডস খেতাব জিতলেন এই নিয়ে মোট আট বার। গতবারও তিনিই চ্যাম্পিয়ন হয়েছিলেন। এমনিতে এ বার কিন্তু গ্রুপ পর্যায়ে তিনি দামানির কাছে হেরে গিয়েছিলেন। অথচ রবিবার ফাইনালে দুরন্ত ছন্দে ছিলেন আগাগোড়া। যে কারণে মধুর প্রতিশোধ নিতে বিশেষ কাঠখড় তাঁকে পোড়াতে হয়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)