Advertisement
E-Paper

বিরাটই আদর্শ, মত পার্থিবের

বিশ্বের ক্রিকেটমহলে মূল আলোচনার বিষয় এখন বল-বিকৃতি। কিন্তু আইপিএলে কোনও ভাবেই তার প্রভাব পড়বে না, মনে করছেন পার্থিব। বলছেন, ‘‘যে ঘটনা ঘটেছে, তা সত্যি দুর্ভাগ্যজনক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৮ ০৪:০১
আত্মবিশ্বাসী: কলকাতায় পার্থিব পটেল। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

আত্মবিশ্বাসী: কলকাতায় পার্থিব পটেল। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

আইপিএলের প্রথম ম্যাচেই তাঁদের প্রতিপক্ষ কেকেআর। এ বারের আইপিএল অভিযান ইডেন থেকেই শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে অ্যাওয়ে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করার বাড়তি কোনও চাপ দেখা যাচ্ছে না রয়্যাল উইকেটরক্ষক পার্থিব পটেলের। কারণ সেই দলের অধিনায়ক যে বিরাট কোহালি। পার্থিবের মতে প্রত্যেক ক্রিকেটারের থেকে সেরা পারফরম্যান্স নিংড়ে নেওয়ার ক্ষমতা রয়েছে ভারতীয় অধিনায়কের।

কলকাতায় একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠকে এসে সে কথাই জানালেন পার্থিব। বলেন, ‘‘বিরাটের নেতৃত্বে প্রত্যেক মুহূর্তে সতর্ক থাকতে হয়। ওকে দেখেই দলের প্রত্যেকের মধ্যে ইতিবাচক শক্তি তৈরি হয়। সবাই একশো শতাংশ দিতে প্রস্তুত থাকে। সে জন্যই হয়তো ভারতীয় দল এত সাফল্য পাচ্ছে।’’

বিশ্বের ক্রিকেটমহলে মূল আলোচনার বিষয় এখন বল-বিকৃতি। কিন্তু আইপিএলে কোনও ভাবেই তার প্রভাব পড়বে না, মনে করছেন পার্থিব। বলছেন, ‘‘যে ঘটনা ঘটেছে, তা সত্যি দুর্ভাগ্যজনক। তবে আইপিএলের জনপ্রিয়তা অন্য রকম। বাইরের কোনও ঘটনা এই টুর্নামেন্টে কোনও প্রভাব ফেলবে না।’’

আইপিএলে মোট ছ’টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন পার্থিব। এর আগেও ২০১৪ সালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করার সুবাদে আসন্ন আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। পার্থিব বলেন, ‘‘দু’বার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারিনি আমরা। তবে এ বার আমরা সেই ধারণা বদলে ফেলতে পারি। গত কয়েক বছরের পারফরম্যান্স দিয়ে বিচার করা ঠিক হবে না। দলে অনেক কিছু বদলেছে। তরুণ প্রতিভাবান ক্রিকেটারেরা উঠে এসেছে। তাই দলকে জেতানোর জন্য একশো শতাংশ চেষ্টা করব।’’

নিদাহাস ট্রফির ফাইনালে দীনেশ কার্তিকের পারফরম্যান্স মুগ্ধ করেছে পার্থিবকে। তাঁর মতে, মহেন্দ্র সিংহ ধোনির পরে তাঁর জায়গা পূরণ করার লক্ষ্যই এই পারফরম্যান্সের মূল কারণ। পার্থিব বলেন, ‘‘কিপিংয়ের মান যে উচ্চতায় নিয়ে গেছেন এম এস ধোনি, সেই শূন্যস্থান পূরণ করতেই প্রত্যেক উইকেটরক্ষক নিজেদের সেরা পারফরম্যান্স উজাড় করে দিচ্ছে। সুতরাং যে-ই সুযোগ পাক না কেন, তাকে নিজের সেরা পারফরম্যান্সটা দিতেই হবে।’’

Parthiv Patel RCB Virat Kohli IPL IPL11 Cricket Cricketer পার্থিব পটেল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy