Advertisement
১১ মে ২০২৪

এগোলেন কাশ্যপ, প্রণয়

বড় যুদ্ধের মহড়াটা সেরে রাখলেন পারুপল্লি কাশ্যপ ও এইচএস প্রণয়। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে সরাসরি গেমে জয় পেলেন দুই ভারতীয় তারকাই। কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন কাশ্যপ এখানে দশম বাছাই। তিনি এ দিন ২১-১৭, ২১-১০ হারালেন নেদারল্যান্ডসের এরিক মেজিসকে। পরের রাউন্ডে তাঁর সামনে ভিয়েতনামের এনগুয়েন তিয়েন মিন।

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কাশ্যপ। সোমবার। ছবি: এপি

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কাশ্যপ। সোমবার। ছবি: এপি

সংবাদ সংস্থা
জাকার্তা শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৫ ০৩:৩০
Share: Save:

বড় যুদ্ধের মহড়াটা সেরে রাখলেন পারুপল্লি কাশ্যপ ও এইচএস প্রণয়। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে সরাসরি গেমে জয় পেলেন দুই ভারতীয় তারকাই। কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন কাশ্যপ এখানে দশম বাছাই। তিনি এ দিন ২১-১৭, ২১-১০ হারালেন নেদারল্যান্ডসের এরিক মেজিসকে। পরের রাউন্ডে তাঁর সামনে ভিয়েতনামের এনগুয়েন তিয়েন মিন। আর ইন্দোনেশিয়া মাস্টার্স জয়ী প্রণয় পায়ের চোট সারিয়ে উঠে সফল কামব্যাক করলেন ব্রাজিলের অ্যালেক্স জংকে ২১-১২, ২১-১৬ হারিয়ে। তাঁর পরের ম্যাচ উগান্ডার এডউইন একিরিংয়ের বিরুদ্ধে তবে মিক্সড ডাবলসে দু’টি ভারতীয় জুটিই বিদায় নিয়েছে প্রথম রাউন্ডে হেরে। মঙ্গলবার সাইনা নেহওয়াল, শ্রীকান্ত, পিভি সিন্ধুদের অভিযান শুরু হবে।
এ দিন জয়ের পর কাশ্যপ বলেছেন, ‘‘প্রথম ম্যাচে নিজের পারফরম্যান্স মন্দ হয়নি। প্রথমে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছিল। তবে শেষের দিকে ছন্দটা ফিরে পেয়েছি।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘তবে পরের ম্যাচ আরও কঠিন হবে। তার জন্য প্রস্তুত থাকতে হবে।’’ প্রণয় আবার বলে দেন, ‘‘চোট সারিয়ে উঠে জয় পেয়ে ভাল লাগছে। দ্বিতীয় গেমটায় একটু সমস্যায় পড়েছিলাম। ওই সময় তাই নিজের স্ট্র্যাটেজি পাল্টে ফেলেছিলাম। আরও আক্রমণাত্মক খেলছিলাম। এর পরই নিজের ছন্দটা ফিরে পাই।’’ পরের রাউন্ডে নিজের উপর বিশ্বাস আর ম্যাচটাকে উপভোগ করাই মন্ত্র এখন প্রণয়ের। তিনি বলেন, ‘‘এর আগে এডউইনের বিরুদ্ধে কখনও মুখোমুখি হইনি। ও খুব ভাল প্লেয়ার। তাই হাল্কা ভাবে নেওয়া যাবে না। নিজের সেরাটা উজাড় করে দিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE