Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ফিক্সিং বিতর্কে ফের উত্তাল পাক ক্রিকেট

ফের ফিক্সিং বিতর্কের মেঘ পাকিস্তান ক্রিকেটে। যার ছায়া এতটাই গভীর যে প্রাক্তন পাক ক্রিকেটারদের আশঙ্কা, বিতর্কের জেরে পিসিবির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে বিশ্বের নামী ক্রিকেটাররা আর হয়তো খেলতেই চাইবেন না।

করাচি
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২৬
Share: Save:

ফের ফিক্সিং বিতর্কের মেঘ পাকিস্তান ক্রিকেটে। যার ছায়া এতটাই গভীর যে প্রাক্তন পাক ক্রিকেটারদের আশঙ্কা, বিতর্কের জেরে পিসিবির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে বিশ্বের নামী ক্রিকেটাররা আর হয়তো খেলতেই চাইবেন না।

শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড হঠাৎ জানায় দু’জন জাতীয় দলের ক্রিকেটার শার্জিল খান আর খালিদ লতিফকে তারা সাসপেন্ড করছে। দু’জনেই পিএসএল খেলছিলেন দুবাইয়ে ইসলামাবাদ ইউনাইটেড ফ্র্যাঞ্চাইজির হয়ে। যার ক্যাপ্টেন আবার মিসবা উল হক। সাসপেনশনের পাশাপাশি তাঁদের দেশে ফেরৎ পাঠানো হয়। দুবাইয়ের একটি বেটিং সিন্ডিকেটের সঙ্গে দু’জনের যোগাযোগ হয়েছিল এমনই অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, আরও তিন জন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্যও ডাকা হয়— জুলফিকর বাবর, শাহজাইব হাসান আর মহম্মদ ইরফানকে। তবে পরে তাঁদের পিএসএলে খেলার অনুমতি দেওয়া হয়। গোটা ব্যাপারটা দেখে জাভেদ মিয়াঁদাদ বলেছেন, ‘‘আমার মনে হয় এ সব দেখে বিশ্বের বেশির ভাগ ক্রিকেট বোর্ড আর ক্রিকেটাররা পিএসএলকে সে ভাবে আর সমর্থন করবে না। আমার আশঙ্কা, বিশ্বের টপ প্লেয়াররা বিতর্ক এড়াতে পিএসএল থেকে এ বার দূরে থাকবে। যাঁরা খেলতে চাইবে, আসবে শুধু অর্থের জন্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PCB Fixing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE