Advertisement
E-Paper

শহরে পেলে, মহালয়ায় যেতে পারেন দুর্গা দর্শনে

আটত্রিশ বছর পরে শহরে এলেন ফুটবল-সম্রাট পেলে। সকাল সোয়া আটটায় দমদম বিমানবন্দরে নামেন তিন বার বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তি। শহরে তাঁর তিন দিন থাকার কথা। কলকাতায় পৌঁছনোর পরে দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে তাঁকে স্বাগত জানান ভারতীয় ফুটবলের কিংবদন্তি চুনী গোস্বামী এবং প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৫ ০৪:৪৪
শহরে পা ফুটবল-সম্রাটের। —নিজস্ব চিত্র।

শহরে পা ফুটবল-সম্রাটের। —নিজস্ব চিত্র।

আটত্রিশ বছর পরে শহরে এলেন ফুটবল-সম্রাট পেলে। আজ সকাল নটা নাগাদ দমদম বিমানবন্দরে নামেন তিন বার বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তি। শহরে তাঁর তিন দিন থাকার কথা। কলকাতায় তাঁকে স্বাগত জানান ভারতীয় ফুটবলের কিংবদন্তি চুনী গোস্বামী এবং প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমও। রবিবার কোনও অনুষ্ঠান নেই। সাতাত্তর বছরের পেলে আজ সারাদিন বিশ্রাম নেবেন দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে।

সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন করার পরে তিনি যাবেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে। তার পরেই সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আড্ডায় মাতবেন পেলে। সেখানে উপস্থিত থাকবেন সঙ্গীত জগতের আর এক মহাতারকা সুরকার এ আর রহমানও। টেনিস তারকা রাফায়েল নাদালের সঙ্গে ভিডিও কনফারেন্সও করতে দেখা যাবে পেলেকে। মঞ্চে উপস্থিত থাকার কথা সেই মোহনবাগান টিমের সদস্যদের যাঁরা পেলের কসমসের বিরুদ্ধে সাতাত্তরে ইডেনে খেলেছিলেন। সংগঠকের পক্ষ থেকে এ দিন রাতে জানানো হয়, মহালয়ার দিন চেতলায় রাজ্যের এক মন্ত্রীর দুর্গাপূজো মণ্ডপেও নিয়ে যাওয়া হবে পেলেকে। সঙ্গী হবেন সৌরভ। তবে কখন সেটা হবে তা ঠিক হয়নি। স্মৃতির ইডেনে যাওয়া অবশ্য হবে না তাঁর। তবে পেলের ইচ্ছা মেনে ঘি-ভাতের ব্যবস্থা থাকছে হোটেলে।
মঙ্গলবার দুপুরে আটলেটিকো দে কলকাতার কোচ, ফুটবলারদের সঙ্গে দেখা করবেন পেলে। আন্তোনিও হাবাসদের টিম হোটেলেই। মধ্যাহ্নভোজের পরে বিশ্রাম নিয়ে যুবভারতীতে গিয়ে এটিকে বনাম কেরল ব্লাস্টার্সের ম্যাচ দেখবেন তিনি। রাতে চ্যারিটি-ডিনারেও যোগ দেবেন। সংগঠকরা দাবি করলেন, দর্শকদের সাড়া ভালই।

পুরনো অ্যালবামে পেলে। সবিস্তার দেখতে ক্লিক করুন।

pele durga idol pele pandel hopping mahalaya pele durga idol abpnewsletters
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy