রবিবাসরীয় মহারণে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রিয় দল জয় পাওয়ায় এমনিতেই খুশি মোহনবাগান সমর্থকরা।
তবে, ডার্বি জয়ের দুই দিনের মধ্যেই সমর্থকদের খুশি আরও কিছুটা বাড়িয়ে দিলেন মোহনবাগান কর্তারা। চিকিৎসার জন্য ক্লাব ছাড়া সনি নর্দের পরিবর্তে মোহনবাগানে আসতে চলেছেন পেন ওরজি। ইতিমধ্যেই পেনের সঙ্গে পাকা কথা সেরে ফেলেছেন ক্লাব কর্তারা।
ট্রেভর জেমস মর্গ্যানের ফাস্ট ইনিংসে এই নাইজেরীয় তারকাই ছিলেন তাঁর সাফল্যের অন্যতম কারণ। এখন খেলার মধ্যেই আছেন পেন। ফলে যত তাড়াতাড়ি সম্ভব পেনকে দলের সঙ্গে জুড়ে দিতে চাইছেন দেবাশিস দত্ত-সৃঞ্জয় বসুরা।
আরও পড়ুন: সনির আরোগ্য কামনায় কিংগসলে-জেজে
সেক্ষেত্রে লাজং এফসি ম্যাচ থেকেই সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে পেনকে।