রবিবারই দায়িত্ব পেয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের। আর বুধবারই সবাইকে চমকে দিয়ে হাজির হলেন জওহরলাল নেহরু স্টেডিয়ামের প্রস্তুতি দেখতে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের উদ্বোধনসহ ভারতের সব ম্যাচই হবে দিল্লিতে। সকাল ৯.১৫তে তিনি যখন স্টেডিয়ামে পৌঁছন তখনও অনেক অফিশিয়াল পৌঁছননি অফিসে। প্রথম ক্রীড়াবিদ ক্রীড়ামন্ত্রী পেয়েছে দেশ। আর দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিয়েছেন রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। পরে তিনি বলেন, ‘‘আমি একজন প্রশাসক এই মানসিকতা নিয়ে কাজ করলে চলবে না।’’ এটা সাই এবং স্টেডিয়ামের দায়িত্বে থাকা সকলের উদ্দেশেই তিনি বলেন।
আরও পড়ুন