Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sports News

নতুন ক্রীড়ামন্ত্রীর দর্শন অ্যাথলিটদের সম্মান

দেশের ক্রীড়াবিদদের সঙ্গে কর্তাদের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দায়িত্ব নিয়ে প্রথম দিনই তিনি জানিয়ে দিয়েছিলেন, তাঁর দর্শন অ্যাথলিটদের সম্মান। নিজে খেলোয়া়ড় জীবনের প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘‘আমি জানি কত প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় অ্যাথলিটদের।’’

সাইয়ের হেড অফিসে হঠাৎ হাজির ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধ সিংহ রাঠৌর। ছবি: পিটিআই।

সাইয়ের হেড অফিসে হঠাৎ হাজির ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধ সিংহ রাঠৌর। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ২১:৪৬
Share: Save:

রবিবারই দায়িত্ব পেয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের। আর বুধবারই সবাইকে চমকে দিয়ে হাজির হলেন জওহরলাল নেহরু স্টেডিয়ামের প্রস্তুতি দেখতে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের উদ্বোধনসহ ভারতের সব ম্যাচই হবে দিল্লিতে। সকাল ৯.১৫তে তিনি যখন স্টেডিয়ামে পৌঁছন তখনও অনেক অফিশিয়াল পৌঁছননি অফিসে। প্রথম ক্রীড়াবিদ ক্রীড়ামন্ত্রী পেয়েছে দেশ। আর দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিয়েছেন রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। পরে তিনি বলেন, ‘‘আমি একজন প্রশাসক এই মানসিকতা নিয়ে কাজ করলে চলবে না।’’ এটা সাই এবং স্টেডিয়ামের দায়িত্বে থাকা সকলের উদ্দেশেই তিনি বলেন।

আরও পড়ুন

টানা পাঁচ জয়ের পর থমকে গেল মোহনবাগান

বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে আটকে গেল আর্জেন্তিনা

এর পর তিনি স্টেডিয়ামের সব রুম ঘুরে ঘুরে দেখেন। যেখানে স্পোর্টস অথরিটি অথ ইন্ডিয়ার হেড অফিসও রয়েছে। এর পর তিনি সেখানকার ক্যান্টিনেও গিয়ে দেখেন। এ ছাড়া অ্যাথলিটদের সমস্ত ডেটা যাতে ডিজিটালি পাওয়া যায় সেই ব্যবস্থাও খতিয়ে দেখেন। সঙ্গে গ্রামীন খেল উৎসবের রাস্তা ধরে আরও যুব খেলোয়াড়দের খেলামুখি করার কথাও বলেন তিনি। দেশের ক্রীড়াবিদদের সঙ্গে কর্তাদের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দায়িত্ব নিয়ে প্রথম দিনই তিনি জানিয়ে দিয়েছিলেন, তাঁর দর্শন অ্যাথলিটদের সম্মান। নিজে খেলোয়া়ড় জীবনের প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘‘আমি জানি কত প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় অ্যাথলিটদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE