Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ভেনেজুয়েলাকে হারিয়ে গ্রুপ সি জমিয়ে দিল পেরু

১৯৯১ কোপা আমেরিকায় ভেনেজুয়েলাকে ৫-১ হারিয়েছিল পেরু। চব্বিশ বছর পরেও ছবিটা পাল্টাল না। পাঁচ গোলে হয়তো না। তবে ভেনেজুয়েলার বিরুদ্ধে জয়ের ধারা ঠিক বজায় রাখল পেরু। শুক্রবার কোপা আমেরিকা মহারণে ভেনেজুয়েলাকে ১-০ হারিয়ে গ্রুপ সি জমিয়ে দিল পেরু।

কড়া মার্কিংয়ে পিজারো। ছবি: এএফপি।

কড়া মার্কিংয়ে পিজারো। ছবি: এএফপি।

সোহম দে
শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ১০:১৮
Share: Save:

১৯৯১ কোপা আমেরিকায় ভেনেজুয়েলাকে ৫-১ হারিয়েছিল পেরু। চব্বিশ বছর পরেও ছবিটা পাল্টাল না। পাঁচ গোলে হয়তো না। তবে ভেনেজুয়েলার বিরুদ্ধে জয়ের ধারা ঠিক বজায় রাখল পেরু।

শুক্রবার কোপা আমেরিকা মহারণে ভেনেজুয়েলাকে ১-০ হারিয়ে গ্রুপ সি জমিয়ে দিল পেরু। ব্রাজিলের বিরুদ্ধে ১-২ হেরে এ দি‌ন জিততেই হত পেরুকে। ফারফান না খেলতে পারায় পিজারো-গেরেরো জুটি দিয়ে প্রথম দল সাজান পেরু কোচ। প্রথমার্ধের শুরুর থেকেই আক্রমণ শানাতে শুরু করে পেরু। উইং গুলো ব্যবহার করে খেলা ছড়াতে থাকে। বল পজেশন রেখে ভেনেজুয়েলাকে সমস্যায় ফেলে।

তবে প্রতিটা আক্রমণই ফাইনাল থার্ডে এসে শেষ হয়। পেরুর ফাইনাল পাস খুব খারাপ ছিল। পাশাপাশি ভেনেজুয়েলাও আক্রমণের জবাবে আক্রমণ করে। রোনাল্ড ভারগাস, হোসে রন্ড‌নের মতো ফুটবলারদের নিয়ে ভেনেজুয়েলাও গোলের সু্যোগ তৈরি করে।

প্রথমার্ধের মাঝামাঝি ম্যাচের ছবি পাল্টায়। লাল কার্ড দেখেন ভেনেজুয়েলার ফের্নান্দো অ্যামোরেবিয়েতা। স্বভাবতই দশ জন ফুটবলার হয়ে দলের ছক পাল্টে দেয় ভেনেজুয়েলা। ইতালীয় স্টাইলে রক্ষণে লোক বাড়িয়ে দেয়। প্রতিআক্রমণে পেরুকে সমস্যায় ফেলার চেষ্টা করে। বিরতির ঠিক আগে প্রায় এগিয়ে যাচ্ছিল পেরু। তবে পিজারোর হেড সোজা গোলকিপারের হাতে যায়।

বিরতির পরে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দেয় পেরু। গেরেরো-পিজারো যুগলবন্দীতে অনেক সু্যোগ তৈরি করে পেরু। ভেনেজুয়েলা তবুও হার মানে না। শেষ ১২ ম্যাচে মাত্র ২ ম্যাচ হারা ভেনেজুয়েলার রক্ষণ ‘নো ননসেন্স’ খেলতে থাকে। বল পেলেই উড়িয়ে দেয়। তবে শেষমেশ পেরু গোলটা পেয়েই যায়। বায়ার্ন মিউনিখে খেলা পিজারোই ১-০ এগিয়ে দেয় পেরুকে। দুর্দান্ত শট মারেন। প্রমাণ করেন বয়স হলেও গোল করা ভোলেননি। গোল খাওয়ার পরেই পজেশন নিজের দখল‌ে নিয়ে নেয় পেরু। মাঝমাঠে আরও প্রভাব ফেলতে থাকে। ছোট ছোট পাসে সময় নষ্ট করে।

শেষ কয়েকটা ম্যাচের মতোই আবার এই ম্যাচটাও শেষ হল ১-০। কোপা আমেরিকা এক সময় ছিল আক্রমণাত্মক ফুটবলারদের পছন্দের টুর্নামেন্ট। তবে এ বার সেই জিনিসটাও পাল্টে গিয়েছে। গ্রুপ এ-র কয়েকটা ম্যাচ বাদ দিলে গড়ে দু’গোলে বেশি হচ্ছেই না। পেরুর জয়ের ফলে গ্রুপ সি-ও জমে উঠল‌। ব্রাজিল, কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলা—প্রতিটা দল এখন দু’ম্যাচ খেলে তিন পয়েন্ট। সবার গোল পার্থক্যও শূন্য। যার মানে শেষ ম্যাচগুলোয় (ব্রাজিল বনাম ভেনেজুয়েল‌া, পেরু বনাম কলম্বিয়া) নির্ধারিত হবে কোন দেশ উঠতে চলেছে কোয়ার্টার ফাইনালে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE