মোয়েস জমানার দুঃস্বপ্ন যেন আবার ফিরে আসছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। জঘন্য হার এবং তার ফল হিসেবে সিনিয়র ফুটবলারদের বিদ্রোহ এ সবের মুখে পড়তে হয়েছিল মোয়েসকে। এ বার লেস্টার সিটির বিরুদ্ধে বিপর্যয়ের পর ঠিক সেই অবস্থায় পড়তে হচ্ছে লুই ফান গলকেও। ড্রেসিংরুমে ফুটবলারদের গালাগাল হজম করতে হয় ম্যান ইউয়ের ডাচ কোচকে।
ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর, লেস্টার সিটি-র কাছে হারের পর ড্রেসিংরুমে ফুটবলাররা একে অপরকেই শুধু গালিগালাজই করেননি, কোচকেও খারাপ ভাষায় আক্রমণ করেন। জানা গিয়েছে কোনও এক ফুটবলার রীতিমতো উত্তেজিত ভাবে ফান গলকে বলতে থাকেন, “হোয়াট দ্য ....!! কেন আপনি দি মারিয়াকে তুলে নিলেন?” দলের ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফায়েলও বাকি ফুটবলারদের ক্ষোভের মুখে পড়েন। রাফায়েলের ট্যাকলেই পেনাল্টি পায় লেস্টার। কোচও চুপ করে থাকেননি। প্রত্যেক ফুটবলারকে তাঁদের ভুলগুলো চোখে আঙুল তুলে দেখিয়ে দেন। এমনকী ফান গল নাকি এও বলেছেন, এর পরেও উন্নতি করতে না পারলে এই দলটাই ম্যান ইউয়ের ইতিহাসে সবচেয়ে খারাপ দল হয়ে থাকবে।