Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মেসির মুখোমুখি হওয়া সব সময়ই দারুণ: নেইমার

তাঁদের বন্ধুত্ব ক্রমশ ধারালো হচ্ছে। মাঠে। মাঠের বাইরেও। লাল-নীল জার্সিতে যা আগুন ঝরাচ্ছে স্পেনে। টিমের এ মরসুমে ২২ গোলের মধ্যে এই জুটির অবদানই ১৯। শনিবার বেজিংয়ের অলিম্পিক স্টেডিয়ামে কিন্তু ছবিটা পাল্টে যাচ্ছে। বন্ধুত্ব যেখানে বদলে যাবে শত্রুতায়। তাঁরা লিওনেল মেসি আর নেইমার আর্জেন্তিনা আর ব্রাজিলের জার্সিতে যেখানে মুখোমুখি।

যুদ্ধক্ষেত্র বেজিং। টিম বাস থেকে নামছেন নেইমার।

যুদ্ধক্ষেত্র বেজিং। টিম বাস থেকে নামছেন নেইমার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৪ ০৩:২২
Share: Save:

তাঁদের বন্ধুত্ব ক্রমশ ধারালো হচ্ছে। মাঠে। মাঠের বাইরেও। লাল-নীল জার্সিতে যা আগুন ঝরাচ্ছে স্পেনে। টিমের এ মরসুমে ২২ গোলের মধ্যে এই জুটির অবদানই ১৯। শনিবার বেজিংয়ের অলিম্পিক স্টেডিয়ামে কিন্তু ছবিটা পাল্টে যাচ্ছে। বন্ধুত্ব যেখানে বদলে যাবে শত্রুতায়। তাঁরা লিওনেল মেসি আর নেইমার আর্জেন্তিনা আর ব্রাজিলের জার্সিতে যেখানে মুখোমুখি।

বার্সেলোনার ‘জোড়া বোমা’র মুখোমুখি সংঘর্ষে বিস্ফোরণ কতটা তীব্র হতে পারে সেটার আন্দাজ কিছুটা পাওয়া গিয়েছে তাঁরা বেজিং বিমানবন্দরে পৌঁছনোর পরই। প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায় শয়ে শয়ে সমর্থকের হুড়োহুড়ি সামলাতে চিনা পুলিশের হিমশিম খাওয়াতেই তা পরিষ্কার। তবে মেসির বিরুদ্ধে নামার আগে বন্ধুত্বকে কিন্তু ভুলছেন না সাও পাওলোর ‘ওয়ান্ডার কিড’। সাফ বলে দিচ্ছেন, ‘বন্ধু’ মেসির মুখোমুখি হওয়াটা সব সময়ই দারুণ। আর মেসি? তিনি শুধু বলেন, “ব্রাজিলের বিরুদ্ধে নামতে আমি তৈরি।”

দক্ষিণ আমেরিকান সুপার ক্লাসিকো শুধু এই দুই মহাতারকাই নয়, তাঁদের দুই নতুন কোচ কার্লোস দুঙ্গা আর জেরার্দো মার্টিনোর কাছেও বিরাট চ্যালেঞ্জ। কেন না বিশ্বকাপের পর জাতীয় দলের দায়িত্ব নিয়ে দুই পোড় খাওয়া কোচের সামনেই আপাতত লক্ষ্য আগামী বছরের কোপা আমেরিকা। তার জন্য দলকে ‘ট্র্যাকে’ আনার কাজটা এখন থেকেই শুরু করে দিতে চান দুঙ্গা আর মার্টিনো।

আর্জেন্তিনার কোচ আবার বিশ্বকাপের পর জার্মানিকে ৪-২ হারিয়ে ফাইনালের হারের বদলা নিয়ে আলাদা আত্মবিশ্বাসী। তাই ব্রাজিলের বিরুদ্ধেও সেই একই স্ট্র্যাটেজি রাখতে চান। “জার্মানির মতোই গোটা ব্যাপারটা রাখার চেষ্টা করব,” বলেন তিনি। আর ব্রাজিল নিয়ে কী ভাবছেন? মার্টিনোর উত্তর, “ব্রাজিলের কোচ বদলেছে, তিনি নতুন প্লেয়ারদের জাতীয় দলে ডেকেছেন ঠিকই, তবে ওদের ট্যাকটিক্স বদলাবে না।” সঙ্গে তিনি যোগ করেন, “জাতীয় দলের লড়াইগুলোর মধ্যে আমার মনে হয় আর্জেন্তিনা-ব্রাজিল মুখোমুখি যুদ্ধটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন না বিশ্বের কোথায় যুদ্ধটা হচ্ছে সেটা নয়, বড় কথা হচ্ছে দু’দেশের ইতিহাস। প্লেয়াররাও সেটা জানে।”

এভার বানেগাকে যেমন ডেকেছেন মার্টিনো, ব্রাজিলে তেমনই ডাক পেয়েছেন কাকা আর রোবিনহো। ৩২ বছরের প্রাক্তন রিয়াল মাদ্রিদ আর এসি মিলান তারকা কাকা তো বলেই দিয়েছেন, তাঁর স্বপ্ন ২০১৮ বিশ্বকাপ। তার আগে জাতীয় দলে নিজের জায়গা পাকা করাটাই চ্যালেঞ্জ। ব্রাজিলের ঘরোয়া লিগে দুরন্ত ফর্মে আছেন লোনে সান্তোসে খেলা রোবিনহোও। তবে চোটের জন্য রামিরেজের না থাকাটা দুঙ্গাকে চিন্তায় ফেলতে পারে। তাঁর জায়গায় সাও পাওলোর মিডফিল্ডার সুজাকে দলে ডেকেছেন দুঙ্গা।

চোটের জন্য মেসি জার্মানির বিরুদ্ধে ফ্রেন্ডলিতে ছিলেন না। তাতে প্রবল সমালোচনা হয়েছিল বার্সেলোনার মহাতারকার। এমনও শুনতে হয়েছিল তিনি জাতীয় দলের জার্সিতে বেশ কিছু দিন নামবেনই না ক্লাবকে গুরুত্ব দেওয়ায়। সমালোচনার মেসি কী ভাবে জবাব দেন সেটাও দেখার। হোক না ফ্রেন্ডলি ম্যাচ, ব্রাজিল-আর্জেন্তিনা মানেই তো আলাদা আবেগ, আলাদা রেষারেষি। যার গোটাটা চেটেপুটে নেওয়ার আগ্রহ তাই চরমে, টিকিটের জন্য চিনে হাহাকার। আর্জেন্তিনার ক্যাপ্টেনের আবার অন্য একটা চ্যালেঞ্জও রয়েছে। ছ’বছর আগে এই মাঠেই তো ২১ বছরের তরুণ হিসেবে অলিম্পিকে সোনা জিতেছিলেন। সোনালি মেডেলের পর এ বার চ্যালেঞ্জ সোনালি জার্সির। সঙ্গে চ্যালেঞ্জটা ক্যাপ্টেন বনাম ক্যাপ্টেন, বন্ধু বনাম বন্ধুরও।

ছবি: টুইটার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE