ইরান ভ্রমণ সম্পর্কে ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের সতর্কবার্তা দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলা হচ্ছে।’’
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন সেই সতর্কবার্তা। তাতে বলা হয়েছে, বর্তমানে ইরানের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল। এর ফলে যে কোনও ভ্রমণকে ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হচ্ছে। বিশেষত পর্যটন, ব্যবসা বা অন্যান্য গুরুত্বহীন ভ্রমণ এড়ানোই ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের পক্ষে নিরাপদ।
আরও পড়ুন:
মার্কিন কমান্ডো বাহিনী ভেনেজ়ুয়েলায় ঢুকে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পরে রণবীর রবিবার দক্ষিণ আমেরিকার ওই দেশে ভ্রমণ এড়ানোর জন্যও ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের বার্তা দিয়েছিলেন। এর পরে রবিবার রাতে মার্কিন প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘গণবিক্ষোভে অংশগ্রহণকারীদের খুন করা বন্ধ না করলে তেহরানকে জোরদার আঘাত করবে আমেরিকা।’’ গত দু’সপ্তাহ ধরে হিংসাত্মক বিক্ষোভ-আন্দোলনের জেরে ইরানের বিভিন্ন এলাকা অশান্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের হুমকির পরেই ইরান ভ্রমণ নিয়ে সতর্কবার্তা দিল সাউথ ব্লক।