Advertisement
১০ মে ২০২৪
Murli Vijay on his batting

খারাপ শট খেলে আউট হলাম: বিজয়

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনই ধরাশায়ী ভারতীয় ব্যাটিং। কিন্তু কেন? ম্যাচ শেষে জবাব দিলেন ও ওপেনার মুরলী বিজয়। তিনি মেনে নিলেন, খারাপ শট খেলেই আউট হয়েছেন দলের অনেকেই। যদিও প্রথম দিন তাঁর ব্যাট থেকে এল সব থেকে বেশি রান। তিনি করলেন ৬৫।

গ্রিনপার্কে মুরলী বিজয়। ছবি: রয়টার্স।

গ্রিনপার্কে মুরলী বিজয়। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৩
Share: Save:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনই ধরাশায়ী ভারতীয় ব্যাটিং। কিন্তু কেন? ম্যাচ শেষে জবাব দিলেন ও ওপেনার মুরলী বিজয়। তিনি মেনে নিলেন, খারাপ শট খেলেই আউট হয়েছেন দলের অনেকেই। যদিও প্রথম দিন তাঁর ব্যাট থেকে এল সব থেকে বেশি রান। তিনি করলেন ৬৫। ১৫৪ রানে এক উইকেট থেকে ভারত দিন শেষ করল ২৯১/৯এ। তিনি বলেন, ‘‘আমরা আউট হয়েছিল খারাপ শট খেলে। আর তার সঙ্গেই উইকেট ক্রমশ খারাপ হচ্ছিল। এই উইকেটে ধৈর্য রেখে ব্যাট করতে হত। এটা একটা শিক্ষা। আশা করি দ্বিতীয় ইনিংসে আমরা ভাল ব্যাট করতে পারব।’’ খারাপ শট বেছে আউট হওয়ার তালিকায় তাঁর সঙ্গে রয়েছেন বিরাট কোহালি ও রোহিত শর্মাও।

নিজের শট নিয়েও হতাশ বিজয়। মেনে নিলেন ভুলটা তাঁরও ছিল। তাই নিজের শটকে মনোসংযোগের অভাব বলেই ব্যাখ্যা করলেন। বলেন, ‘‘ওটা একটা খুব খারাপ শট নির্বাচন করেছিলাম। আমি অবশ্যই এটার ওপর কাজ করব। দ্বিতীয় ইনিংসে এটা শুধরেই নামতে হবে।’’ যদিও ভারত খুব খারাপ জায়গায় আছে এটা মানতে নারাজ মুরলী বিজয়। ‘‘ভারত ভাল জায়গায় রয়েছে। আমরা রান তুলেছিল নিয়মিত। এখন আমাদের কাজ মাঠে নেমে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করা। এটা ভাল রান লড়াই করার জন্য।’’

এর মধ্যেই অশ্বিনের সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে রাখলেন রোহিত শর্মা। আউট হলেন খারাপ চিপ করতে গিয়ে। সোধির হাতে ক্যাচ তুলে দিলেন। বিজয় বলেন, ‘‘এটাই ওর জায়গা। যখন সেখান থেকে রান আসে দেখতে ভাললাগে। যখন আসে না তখন ভুল মনে হয়। কিন্তু নিজের মনকে সায় দেওয়া উচিত। দিনের শেষে আমরা খেলছি জয়ের জন্য শুধু অংশ নেওয়াটাই আমাদের লক্ষ্য নয়।’’

যে ভারতের স্পিন আক্রমণ নিয়ে চিন্তায় ছিল কিউইরা। সেই নিউজিল্যান্ডের স্পিন আক্রমণের প্রসংশা শোনা গেল মুরলী বিজয়ের মুখে। বলেন, ‘‘আমার মনে হয় ওদের বোলিং বেশ ভাল। তিন স্পিনারে খেলতে নেমেছিল ওরা। এটা পরিকল্পনার অংশ। আমরা তার জন্য প্রস্তুত। তবে চা বিরতির পর আমাদের এটা কাজে লাগানো উচিত ছিল।’’ শেষ টেস্ট সিরিজে একটি ম্যাচে মাত্র ৭ রানই করেছিলেন বিজয়। তার পর আর দলে জায়গা হয়নি। তার পরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলের হয়ে সর্বোচ্চ রান। নিজের খেলায় খুশি এই ওপেনার। ‘‘ওয়েস্ট ইন্ডিজে মাত্র এক ইনিংসই খেলেছিলাম। তার পর অনেকগুলো দিন কেটে গিয়েছে। তার পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে পেরে ভাল লাগছে।’’

আরও খবর

৯ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে ভারত

আনন্দ উৎসবে শরতের নতুন রং

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murli Vijay India New Zealand Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE