কিছু দিন আগেই নীরজ চোপড়া এবং তাঁর স্ত্রী হিমানী মোরকে দিল্লিতে নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার তাঁকে দেখা গেল নীরজের বৌভাতে হাজির হতে। শনিবার নীরজের স্ত্রীর পারিবারিক অনুষ্ঠানে হাজির হয়ে দম্পতি ফুল এবং উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী। পঞ্জাবের কার্নালে অনুষ্ঠানটি হয়েছে।
জানুয়ারি মাসে হিমানীকে বিয়ে করেছিলেন নীরজ। হিমাচল প্রদেশের সোলানে বিয়ে করার খবর সমাজমাধ্যমে পোস্ট করে সকলকেই অবাক করে দেন। গোপনে নীরজের বিয়ে নিয়ে আলোচনা হয়েছিল প্রচুর। সেই অনুষ্ঠানের ১১ মাস পর বৌভাত আয়োজন করলেন নীরজ।
শনিবারের অনুষ্ঠানে দু’বাড়ির পরিবারের লোকজন ছাড়াও খেলাধুলোর জগতের অনেকে হাজির ছিলেন। রাজনীতির জগতের লোকেদেরও দেখা গিয়েছে। মোদী আসতেই গোটা অনুষ্ঠানের পরিবেশ বদলে যায়। প্রধানমন্ত্রী গিয়ে সরাসরি দম্পতির সঙ্গে দেখা করেন। কথাবার্তা হয়। এর ফল এবং ফুল এবং উপহার তুলে দেন। একসঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তোলেন।
গত ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রী দিল্লিতে তাঁর বাসভবনে টোকিয়ো অলিম্পিক্সে সোনা এবং প্যারিসে রুপোজয়ী নীরজ ও তাঁর স্ত্রী হিমানীর সঙ্গে দেখা করেন। সাক্ষাতের ছবি এক্স-হ্যান্ডলে পোস্ট করে মোদী লেখেন, ‘খেলাধুলা-সহ বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে দুর্দান্ত আলাপচারিতা হয়েছে।’
প্রধানমন্ত্রীর সাথে প্রথম বার ব্যক্তিগত ভাবে দেখা করেন নীরজ। এর আগে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে মোদীর আনুষ্ঠানিক সাক্ষাতে ছিলেন নীরজ। চলতি বছরের জানুয়ারিতে হিমানীকে বিয়ে করেন নীরজ। জাতীয় স্তরের টেনিস খেলোয়াড় ছিলেন ভারতের সোনার ছেলের স্ত্রী।
আরও পড়ুন:
টেনিসকে বিদায় জানিয়ে ক্রীড়া ব্যবস্থাপনার জগতে প্রবেশ করেছেন হিমানী। বর্তমানে তিনি আমেরিকায় পড়াশোনা এবং কাজ করছেন। পাশাপাশি মার্কিন মুলুকে কলেজ পর্যায়ের মহিলা টেনিস দলগুলির কোচিং ও পরিচালনার সাথেও যুক্ত আছেন তিনি।