Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

ফিফার বিরুদ্ধে পুলিশে ডায়েরি গুয়াহাটিতে

গুয়াহাটিতে খেলা বাতিল হওয়ার প্রতিবাদে ফিফার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল তাই-আহোম যুব পরিষদ। তাদের দাবি, তিন মাস আগে গুয়াহাটির ইন্দিরা গাঁধী স্টেডিয়ামের মাঠ ফিফার হাতে তুলে দেওয়া হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৭ ২০:০৩
Share: Save:

কলকাতায় বৃষ্টি! বিকেল নামতেই গুয়াহাটিবাসীর হাতে হাতে মোবাইলে ঘুরছিল একটাই ভিডিও। আলোচনায় একটাই বিষয়। সমবেত সিদ্ধান্তও একটাই, ‘বেশ হয়েছে।’ কিন্তু প্রতিশোধ পূরণ হয়। উল্টে কাটা ঘায়ে নুনের ছিটে দিল কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। ‘অযোগ্য’ মাঠের জেরে গুয়াহাটিতে বৃষ্টির ৪৮ ঘণ্টা পরেও খেলা অসম্ভব বলে জানিয়েছিল ফিফা। আর তুমুল বৃষ্টির পরেও দিব্যি খেলা চলল কলকাতায়।

গুয়াহাটিতে খেলা বাতিল হওয়ার প্রতিবাদে ফিফার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল তাই-আহোম যুব পরিষদ। তাদের দাবি, তিন মাস আগে গুয়াহাটির ইন্দিরা গাঁধী স্টেডিয়ামের মাঠ ফিফার হাতে তুলে দেওয়া হয়েছিল। তাই খেলা বাতিল হওয়ার দায় রাজ্য বা বৃষ্টির নয়, একান্তই ফিফার। সংগঠনের প্রচার সম্পাদক ধর্মকান্ত গগৈ বলেন, ‘‘কলকাতায় তুমুল বৃষ্টির পরেও যদি দুই দিন এ ভাবে খেলা হতে পারে, তবে গুয়াহাটির মাঠেই কোথাও গলদ ছিল। যার জন্য অসম তথা উত্তর-পূর্বের ফুটবলপ্রেমী জনতা আর্থিক, মানসিক ভাবে হেনস্থা হলেন। টিকিটের টাকা ফেরত দিলেও মনোকষ্ট ও হেনস্থার ক্ষতিপূরণ করুক ফিফা।’’ সোজা টুর্নামেন্ট ডিরেক্টর জেভিয়ার কাপ্পির নামে থানায় অভিযোগ ঠোকেন তাঁরা।

আরও পড়ুন

ব্রিউস্টারের হ্যাটট্রিকে বিধ্বস্ত ব্রাজিল, ফাইনালে ইংল্যান্ড

ভয়ঙ্কর পোস্টার ছেপে মেসিকে আইএস হুমকি

এরই পাশাপাশি গত কাল কলকাতায় ব্রাজিল কোচের সাংবাদিক সম্মেলন গুয়াহাটিবাসীর রোষানলে ঘি ছিটিয়েছে। ফিফার কর্মকর্তাদের একাংশ রটিয়েছিলেন, ব্রাজিল দলই গুয়াহাটির মাঠে খেলতে আপত্তি জানায়। কিন্তু আসল কথা হল, ব্রাজিল দল বেলা ২টো নাগাদ গুয়াহাটি আসে। তাদের কোচ স্পষ্ট জানান, মাঠে আসার আগেই তাঁদের জানানো হয়, খেলা গুয়াহাটি নয় কলকাতায় হবে। তাঁরা মাঠ বদলে কোনও চাপ দেননি। এ দিকে অসম সরকারের কর্তা ও ফিফা কর্তারা বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সরকারি ভাবে কোনও ঘোষণা করেননি। পরে পিঠ বাঁচাতে ফুটবল দলের উপরে দোষ চাপানো হয় বলে অভিযোগ। বিভিন্ন সংগঠনের দাবি, কার বা কাদের কলকাঠিতে খেলা স্থানান্তরিত হল তার নিরপেক্ষ তদন্ত হোক। মাঠকর্মীদের গাফিলতির বিরুদ্ধেও আগামিকাল থানায় অভিযোগ জানাবে তাই আহোম সংগঠন। স্মারকলিপি দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE