ইস্তফা পত্র জমা দেওয়ার ২৪ ঘন্টা পরও ভারতীয় ক্রিকেটের আলোচনার মূল কেন্দ্রে অনিল কুম্বলে এবং বিরাট কোহালির সম্পর্ক। টালমাটাল পরিস্থিতিতে যখন ভারতীয় দল ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে তখন একের পর এক ধুমকেতুর মত বেরিয়ে আসছে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের অন্দরের খবর। এমনিতেই কুম্বলেকে শুরু থেকেই পছন্দ ছিল না রবি শাস্ত্রীর হট ফেভারিট বিরাট কোহালির। শাস্ত্রীকে হেড কোচের পদ থেকে সরিয়ে দেওয়াটা মেনে নিতে পারেননি বিরাট।
আরও পড়ুন: এ বার কিন্তু তোমাকে করে দেখাতে হবে, বিরাটকে সতর্ক করল বোর্ড
বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী দলের যে কোনও ক্রিকেটার ভুল করলে তাঁকে বাচ্চাদের মত শাসন করতেন কুম্বলে। শৃঙ্খলা মেনে চলা কুম্বলে সব সময় চাইতেন দলের প্রত্যেকের মধ্যে যেন শৃঙ্খলা বজায় থাকে। এখানেই সমস্যা বাধে কিছু ক্রিকেটারের সঙ্গে। কুম্বলে-কোহালি দ্বন্দ্ব নতুন নয়, এর সূত্রপাত হয় অস্ট্রেলিয়া সফরের শেষের দিক থেকে। কোহালির বেশ কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারেননি কুম্বলে, অন্য দিকে কুম্বলের অপছন্দ থাকা স্বত্বেও বেশ কিছু সিদ্ধান্ত নিজের মত নেন ভারতীয় দলের অধিনায়ক।