Advertisement
০৫ মে ২০২৪
Cheteswar Pujara scored 256

দলীপে ২৫৬ রানের ইনিংস খেলে নির্বাচকদের বার্তা দিলেন পূজারা

সোমবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল নির্বাচন। তার আগে দলীপ ট্রফির ফাইনালে চেতেশ্বর পূজারার অসাধারণ ২৫৬ রানের ইনিংস নির্বাচকদের কাছে বার্তা পাঠিয়ে দিল। ৩৬৩ বলে অপরাজিত ২৫৬ রানের ইনিংস খেললেন পূজারা।

চেতেশ্বর পূজারা।

চেতেশ্বর পূজারা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫৭
Share: Save:

সোমবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল নির্বাচন। তার আগে দলীপ ট্রফির ফাইনালে চেতেশ্বর পূজারার অসাধারণ ২৫৬ রানের ইনিংস নির্বাচকদের কাছে বার্তা পাঠিয়ে দিল। ৩৬৩ বলে অপরাজিত ২৫৬ রানের ইনিংস খেললেন পূজারা। তাঁর এই ইনিংস সাজানোর ছিল ২৮টি বাউন্ডারিতে। যদিও কোনও ওভার বাউন্ডারি ছিল না এই ইনিংসে। পূজারাকে যোগ্য সঙ্গত গৌতম গম্ভীর ও সেলডন জ্যাকসনের। ওপেন করতে এসে ৯৪ রান করে আউট হন গম্ভীর। তার পরই ব্যাট হাতে ইন্ডিয়া ব্লুর হাল ধরেন পূজারা। এর পর তাঁকে সঙ্গ দিয়ে য়ান জ্যাকসন। তাঁর রান ১৩৪। ৬ উইকেটে ৬৯৩ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক গম্ভীর।

রবিবার ছিল দ্বিতীয় দিন। ইন্ডিয়া রেডের হাতে রয়েছে এখনও তিন দিন। ক্রিজে রয়েছেন শিখর ধবন ও যুবরাজ সিংহ। ধবনের সঙ্গে ওপেন করতে নেমে মাত্র ২ রান করেই প্যাভেলিয়নে ফিরে যান অভিনব মুকুন্দ। তিন নম্বরে ব্যাট করতে এসে কোনও রান না করেই আউট হয়ে যান সুদীপ চট্টোপাধ্যায়ও। বিরাট রানের লক্ষ্যে পৌঁছতে ইন্ডিয়া রেডের ভরসা এখন দুই অভিজ্ঞ ব্যাটসম্যানই। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ইন্ডিয়া রেড ২ উইকেটে ১৬ রান তুলেছে।

আরও খবর

ক্রিকেট নির্বাচক হতে দিতে হবে ইন্টারভিউ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cheteswar Pujara India Blue Duleep Trophy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE