ঠিক ২০ বছর আগে ফরাসি ওপেনের প্রধান স্টেডিয়াম ফিলিপ শঁতিয়ে-তে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন রাফায়েল নাদাল। দিনটা ছিল ২৫ মে, ২০০৫। স্ট্রেট সেটে নাদাল হারিয়েছিলেন দ্বিতীয় রাউন্ডে জ়েভিয়ার মেলিসকে। সেই শুরু এর পরে ফরাসি ওপেনের প্রধান স্টেডিয়ামে নাদালের শাসন দেখেছে গোটা বিশ্ব। যা থামার পরে দেখা যায় স্পেনের মহাতারকার ফরাসি ওপেনে জয়-হারের পরিসংখ্যান ১১২-৪। সঙ্গে ১৪টি ট্রফি।
রবিবার সেই বিশেষ দিনটির ২০ বছর পূর্তিতে নাদালকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। যে অনুষ্ঠানকে ফরাসি ওপেন কর্তৃপক্ষ সমাজমাধ্যমে নাম দিয়েছে ‘সেলিব্রেটিং দ্য কিং’। রাজাকে নিয়ে উৎসব। যার সাক্ষী থাকতে দর্শকাসনে দেখা যায় গত বারের দুই চ্যাম্পিয়ন ইগা শিয়নটেক এবং কার্লোস আলরাকারাসকেও। সবাই পরেছিলেন একটি বিশেষ টি-শার্ট, যাতে লেখা ‘ধন্যবাদ রাফা।’ সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে নিয়ে বিশেষ ভিডিয়ো চলার সময় আবেগরুদ্ধ হয়ে পড়েন ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ী।
চমকটা ছিল অনুষ্ঠানের শেষ দিকে। টেনিস বিশ্বের ‘ফ্যাব ফোর’-এর বাকি তিন সদস্য রজার ফেডেরার, নোভাক জোকোভিচ এবং অ্যান্ডি মারে উপস্থিত হন সংবর্ধনায়। আপ্লুত নাদাল বলেন, ‘‘তোমাদের এখানে দেখে খুব ভাল লাগছে। কোর্টে আমাকে অনেক কঠিন সময় কাটাতে হয়েছে তোমাদের জন্য। কিন্তু দিনের শেষে টেনিস একটা খেলাই। আমরা দেখিয়ে দিয়েছি, কোর্টে রেষারেষি থাকলেও আমরা ভাল বন্ধুও হতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ এই বিশেষ মুহূর্ত উপহার দেওয়ার জন্য।’’ এর পরেই ফরাসি ওপেন কর্তৃপক্ষ নাদালের পায়ের ছাপ উন্মোচন করেন। যা ফিলিপ শঁতিয়ে কোর্টে থেকে যাবে স্থায়ী ভাবে।
এ দিকে, নাদালকে বিশেষ সংবর্ধনা জানানোর দিন মেয়েদের সিঙ্গলসে দাপটে অভিযান শুরু করলেন বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কা। তিনটি গ্র্যান্ড স্ল্যাম দখলে থাকলেও এখনও পর্যন্ত ফরাসি ওপেন জেতা হয়নি বেলারুসের তারকার। সেই অধরা গ্র্যানড স্ল্যাম জয়ের লক্ষ্যে রবিবার প্রথম রাউন্ডে তিনি অনায়াসে হারালেন বিশ্ব র্যাঙ্কিংয়ে ৭৮ নম্বরে থাকা রাশিয়ার কামিলা রাখিমোভাকে। ফল ৬-১, ৬-০। ম্যাচের পরে সাবালেঙ্কা বলেছেন, ‘‘প্যারিসে ফিরে এসে দারুণ খুশি। এখানকার দর্শকদের সামনে খেলতে পারাটা আলাদা একটা অনুভূতি।’’ যোগ করেছেন, ‘‘প্রথম রাউন্ডের ম্যাচ সবসময়ই কঠিন হয়। তার পরেও এ ভাবে জিতে এগিয়ে যেতে পেরে খুব আনন্দ হচ্ছে।’’ দ্বিতীয় রাউন্ডে তাঁর সামনে জিল তাইখমান বা যোগ্যতা অর্জন পর্ব পেরিয়ে আসা লুক্রেজিয়া স্টেফানি।
এ দিন ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনাও সহজ জয় পেয়েছেন। তিনি ৬-১, ৬-১ ফলে হারান তুরস্কের জ়েইনেপ সনমেজ়কে। তবে দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কিতোভা ছিটকে গিয়েছেন প্রথম রাউন্ডে তিন সেট লড়াই করে তাঁকে হারান সুইৎজ়ারল্যান্ডের ভিক্টোরিয়া গোলুবিচ। পাশাপাশি মেয়েদের সিঙ্গলসে এ দিন নজর কেড়েছেন ১৮ বছর বয়সি কানাডার ভিক্টোরিয়া মোকো। পেশাদার টুরে অভিষেক মরসুমে নামলেও দুরন্ত সার্ভিস, শক্তিশালী ব্যাকহ্যান্ড এবং কোর্ট কভারেজের জোরে রবিবার তিনি ছিটকে দেন গত বছরের উইম্বলডন কোয়ার্টার ফাইনালিস্ট লুলু সান-কে। ফল ৬-১, ৭-৬ (৪)। অলিম্পিক্সে সোনাজয়ী অষ্টম বাছাই চিনের কুইনওয়েন ঝেং বনাম প্রাক্তন ফাইনালিস্ট আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার ম্যাচ নিয়ে আগ্রহ ছিল অনেকেরই। সেই ম্যাচে চিনা তারকা ৬-৪, ৬-৩ ফলে হারিয়ে দেন রুশ তারকাকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)