Advertisement
২৬ মার্চ ২০২৩

ভারতীয় সংসারে এখন বৃষ্টি, কুসংস্কার আর ধোনি

কালো ট্র্যাভেল জার্সির সঙ্গে একটা ট্র্যাভেল ব্যাগ। চুলে মোহক, মুখে সেই পরিচিত হাসি। ফুরফুরে মেজাজে পরিচিতদের সঙ্গে কথা বলতে বলতে তিনি হাঁটছেন প্যান প্যাসিফিক সোনারগাঁও লিফটের দিকে। মহেন্দ্র সিংহ ধোনি ভারতীয় সংসারে আবার ঢুকে পড়লেন। বৃষ্টি মাথায় নিয়ে।

ঢাকায় পা ধোনির। তৈরি হচ্ছে বাংলাদেশও। সোমবার প্র্যাকটিসে মুশফিকুরের সঙ্গে বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক মাশরফি মর্তুজা। ছবি: দেবাশিস সেন

ঢাকায় পা ধোনির। তৈরি হচ্ছে বাংলাদেশও। সোমবার প্র্যাকটিসে মুশফিকুরের সঙ্গে বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক মাশরফি মর্তুজা। ছবি: দেবাশিস সেন

রাজর্ষি গঙ্গোপাধ্যায়
ঢাকা শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০৩:১৪
Share: Save:

কালো ট্র্যাভেল জার্সির সঙ্গে একটা ট্র্যাভেল ব্যাগ। চুলে মোহক, মুখে সেই পরিচিত হাসি। ফুরফুরে মেজাজে পরিচিতদের সঙ্গে কথা বলতে বলতে তিনি হাঁটছেন প্যান প্যাসিফিক সোনারগাঁও লিফটের দিকে।
মহেন্দ্র সিংহ ধোনি ভারতীয় সংসারে আবার ঢুকে পড়লেন। বৃষ্টি মাথায় নিয়ে। ঢাকার প্রবল ট্রাফিকে দীর্ঘক্ষণ আটকে থেকে।
গত এক সপ্তাহ ধরে যদি বিরাট কোহলির ভারত দেখে থাকে এ-পার বাংলা, আজ মঙ্গলবার থেকে এমএস ধোনির ভারতকে দেখবে। টেস্টের মহাকাব্যের সময় উত্তীর্ণ। সামনে এ বার ওয়ান ডে-র ছোট গল্প। যা শুরু হচ্ছে ১৮ জুন। বাংলাদেশ চাপা হুঙ্কার দিচ্ছে যে, ক্রিকেটের ফর্ম্যাট পরিবর্তন মানে টিমের মেজাজেরও পরিবর্তন। ওয়ান ডে-তে বাংলাদেশকে সত্যিকারের শার্দুল দেখাবে। তবে যতটুকু যা খোঁজ পাওয়া গেল, এমএসডির সংসারে এখনও ওয়ান ডে-র বাংলাদেশ নয়, আলোচ্য ব্যাপার তিনটে।
বৃষ্টি। কুংসস্কার। টিম হোটেল।
সন্ধের লবিতে চিত্রসাংবাদিকেরা যে ছবিটার কামনায় দাঁড়িয়ে ছিলেন, সেটা প্রকাশ্যে হল না। অজিঙ্ক রাহানেকে ঘোরাঘুরি করতে দেখে কারও কারও আশা বাড়ছিল যে, এ বার যদি ছাব্বিশের দিল্লিওয়ালা নেমে আসেন এমএসডি-কোহলি মুখোমুখি ছবিটা হয়ে যাবে। পরে খোঁজ নিয়ে জানা গেল, দু’জনের দেখাসাক্ষাত্‌ হয়েছে ঠিকই, তবে নিজেদের ফ্লোরে। যেখানে নাকি কোহলিকে ভারতের ওয়ান ডে অধিনায়ক জিজ্ঞেসও করেছেন, টেস্টে ক’টা সেশন ঠিকঠাক পাওয়া গেল শেষ পর্যন্ত। বৃষ্টি ভাল রকম নাকি ভাবাচ্ছে ওয়ান ডে অধিনায়ককে। ঢাকায় ঢুকলেন যখন, আকাশ কালো করে প্রবল বর্ষণ চলছে। পূর্বাভাস ধরলে যা আগামী কয়েক দিনেও চলবে। বাংলায় এখন ভরা বর্ষার বাজার।

Advertisement

এবং নানাবিধ সমস্যারও।

হোটেল একটা। টিমে বলাবলি চলছে যে, বর্তমান টিম হোটেল অভিজাত হলেও আশেপাশে এত ভিড় যে কোথাও বেরনো যাচ্ছে না। প্রবল জ্যামে পড়ে যেতে হচ্ছে। গুলশন রোডের কোনও কোনও হোটেল ইচ্ছে-তালিকায় আসছে। তবে সফরের মাঝপথে টিমকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে কি না, তা এখনও চূড়ান্ত নয়। ধবল কুলকার্নি এ দিনই ওয়ান ডে টিমের হয়ে সুরেশ রায়না, ধোনিদের সঙ্গে ঢুকলেন। তাঁর সমস্যা হোটেল নয়, হোটেলের রুম নম্বর। বলা হচ্ছে, মুম্বইয়ের মিডিয়াম পেসার একটু নাকি কুসংস্কারে ভোগেন। রুম নম্বরের যোগফল ‘নয়’ না হলে তিনি নাকি খুব একটা ভরসা পান না। যে রুম তাঁর জন্য প্রথমে বরাদ্দ ছিল, তার যোগফল মোটেও নয় ছিল না। অগত্যা পাল্টাতে হল।

চর্চাযোগ্য বিষয় আরও আছে। সেটা ওয়ান ডে-র নিয়ম। প্রত্যেকটা ওয়ান ডে ম্যাচে একটা করে রিজার্ভ ডে রাখা হয়েছে। সাধারণ ধারণা বলে, নির্দিষ্ট দিনে ম্যাচ না হলে পরের দিনে হবে। এখানে সেটা তো বটেই। এমনকী নির্দিষ্ট দিনে যদি কিছুটা ম্যাচও হয়, পরের দিন বাকিটা শুরু হবে। নিদেনপক্ষে একটা টিমকে কুড়ি ওভার ব্যাট করার সুযোগ করে দেওয়া হবে।

Advertisement

মানে, শেষ পর্যন্ত বৃষ্টিতে টি-টোয়েন্টির আদলে কিছু একটা দাঁড়ালেও দাঁড়াতে পারে। টেস্টে দু’টো দিনও পুরোপুরি হয়নি। ওয়ান ডে-রও যদি এখন এই অবস্থা হয়, সিরিজের আকর্ষণ কোথায় যাবে আলাদা করে বলার দরকার নেই। ভারতের প্রতিপক্ষকে শুধু কোনও কিছুতে দমিয়ে রাখা যাচ্ছে না। টিম ইন্ডিয়া এ দিন প্র্যাকটিস রাখেনি। মীরপুরের শের-ই-বাংলায় দুপুর থেকে ও দিকে বাংলাদেশ নেমে পড়ল। আর হ্যাঁ, ভারতের মতো তাদেরও অধিনায়ক পাল্টাচ্ছে। মুশফিকুর রহিম আর নন। এ বার আর এক জন।

তিনি মাশরফি মর্তুজা। বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেট চরিত্রদের একজন। টেস্ট শুরুর আগে পড়ে গিয়ে হাতে চোট পেয়েছিলেন। সেটা এখনও সম্পূর্ণ সারেনি। কিন্তু মীরপুর প্র্যাকটিসে তাঁকে আজ দেখা গিয়েছে। হাতের ব্যান্ডেজ সমেতই বল করতে দেখা গিয়েছে।

ওয়ান ডে-র বাংলাদেশকে বোঝা যাচ্ছে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.