Advertisement
E-Paper

রাখির দিন কী ছবি পোস্ট করলেন বিরাট-সহবাগেরা?

আজ রাখি পূর্ণিমা। কিন্তু, ভারতীয় টিমের সঙ্গে তিনি সুদূর শ্রীলঙ্কায়। এ দিন টুইটারে দিদির সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করেছেন বিরাট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ১৯:৩০
বিরাট কোহালি। ছবি: সংগৃহীত।

বিরাট কোহালি। ছবি: সংগৃহীত।

ভাইবোনের সম্পর্ক চিরকালই আবেগে বাঁধা। ছোট থেকে এক সঙ্গে বেড়ে ওঠা, একে অন্যের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া— সবই ছড়িয়ে ছিটিয়ে থাকে ফেলে আসা শৈশবের আনাচে-কানাচে। দূরত্ব বাড়তেই সে সব কথা আরও বেশি করে মনে আসে।

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটকে অন্য পর্যায় নিয়ে যাচ্ছে বিরাট’

আরও পড়ুন: ঘরে-বাইরে ভাবনাটাই ভুলে যেতে চান বিরাট

ঠিক যেমনটা হয়েছে বিরাট কোহালির। আজ রাখি পূর্ণিমা। কিন্তু ভারতীয় টিমের সঙ্গে তিনি সুদূর শ্রীলঙ্কায়। এ দিন টুইটারে দিদির সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করেছেন বিরাট। সঙ্গে লিখেছেন “রাখিবন্ধনের দিন সকলকে আন্তরিক শুভেচ্ছা। দিদি এবং পরিবারের সকলকে প্রচণ্ড মিস করছি।” 😊 শুধু কোহালিই নন রাখি নিয়ে আবেগে ভেসেছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ থেকে মহম্মদ কাইফ প্রত্যেকেই। টুইটারে দু’টি ছবি পোস্ট করে বীরু লেখেন “ছোটবেলার সেই আনন্দময় মুহূর্তগুলোর সঙ্গে ‘বোন’ শব্টি এমন ভাবে জড়িয়ে যা কখনও হারানোর নয়!’’ ' & & )

শুধু কোহালিই নন রাখি নিয়ে আবেগে ভেসেছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ থেকে মহম্মদ কাইফ প্রত্যেকেই। টুইটারে দু’টি ছবি পোস্ট করে বীরু লেখেন “ছোটবেলার সেই আনন্দময় মুহূর্তগুলোর সঙ্গে ‘বোন’ শব্টি এমন ভাবে জড়িয়ে যা কখনও হারানোর নয়!’’

ঠিক যেমনটা হয়েছে বিরাট কোহালির। আজ রাখি পূর্ণিমা। কিন্তু ভারতীয় টিমের সঙ্গে তিনি সুদূর শ্রীলঙ্কায়। এ দিন টুইটারে দিদির সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করেছেন বিরাট। সঙ্গে লিখেছেন “রাখিবন্ধনের দিন সকলকে আন্তরিক শুভেচ্ছা। দিদি এবং পরিবারের সকলকে প্রচণ্ড মিস করছি।”😊 শুধু কোহালিই নন রাখি নিয়ে আবেগে ভেসেছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ থেকে মহম্মদ কাইফ প্রত্যেকেই। টুইটারে দু’টি ছবি পোস্ট করে বীরু লেখেন “ছোটবেলার সেই আনন্দময় মুহূর্তগুলোর সঙ্গে ‘বোন’ শব্টি এমন ভাবে জড়িয়ে যা কখনও হারানোর নয়!’’' & & )

ঠিক যেমনটা হয়েছে বিরাট কোহালির। আজ রাখি পূর্ণিমা। কিন্তু ভারতীয় টিমের সঙ্গে তিনি সুদূর শ্রীলঙ্কায়। এ দিন টুইটারে দিদির সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করেছেন বিরাট। সঙ্গে লিখেছেন “রাখিবন্ধনের দিন সকলকে আন্তরিক শুভেচ্ছা। দিদি এবং পরিবারের সকলকে প্রচণ্ড মিস করছি।” 😊 শুধু কোহালিই নন রাখি নিয়ে আবেগে ভেসেছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ থেকে মহম্মদ কাইফ প্রত্যেকেই। টুইটারে দু’টি ছবি পোস্ট করে বীরু লেখেন “ছোটবেলার সেই আনন্দময় মুহূর্তগুলোর সঙ্গে ‘বোন’ শব্টি এমন ভাবে জড়িয়ে যা কখনও হারানোর নয়!’’ ' & & )

শুধু কোহালিই নন রাখি নিয়ে আবেগে ভেসেছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ থেকে মহম্মদ কাইফ প্রত্যেকেই। টুইটারে দু’টি ছবি পোস্ট করে বীরু লেখেন “ছোটবেলার সেই আনন্দময় মুহূর্তগুলোর সঙ্গে ‘বোন’ শব্টি এমন ভাবে জড়িয়ে যা কখনও হারানোর নয়!’’

ঠিক যেমনটা হয়েছে বিরাট কোহালির। আজ রাখি পূর্ণিমা। কিন্তু ভারতীয় টিমের সঙ্গে তিনি সুদূর শ্রীলঙ্কায়। এ দিন টুইটারে দিদির সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করেছেন বিরাট। সঙ্গে লিখেছেন “রাখিবন্ধনের দিন সকলকে আন্তরিক শুভেচ্ছা। দিদি এবং পরিবারের সকলকে প্রচণ্ড মিস করছি।” 😊 শুধু কোহালিই নন রাখি নিয়ে আবেগে ভেসেছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ থেকে মহম্মদ কাইফ প্রত্যেকেই। টুইটারে দু’টি ছবি পোস্ট করে বীরু লেখেন “ছোটবেলার সেই আনন্দময় মুহূর্তগুলোর সঙ্গে ‘বোন’ শব্টি এমন ভাবে জড়িয়ে যা কখনও হারানোর নয়!’’ ' & & )

শুধু কোহালিই নন রাখি নিয়ে আবেগে ভেসেছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ থেকে মহম্মদ কাইফ প্রত্যেকেই। টুইটারে দু’টি ছবি পোস্ট করে বীরু লেখেন “ছোটবেলার সেই আনন্দময় মুহূর্তগুলোর সঙ্গে ‘বোন’ শব্টি এমন ভাবে জড়িয়ে যা কখনও হারানোর নয়!’’

Raksha Bandhan Rakhi Rakhi Special Virat Kohli Virender Sehwag Mohammad Kaif India vs Sri Lanka Celebrity Tweets Trending বিরাট কোহালি মহম্মদ কাইফ বীরেন্দ্র সহবাগ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy