Advertisement
E-Paper

কোহালি-সহবাগের পর নোট বাতিল নিয়ে কী বললেন রবীন্দ্র জাডেজা?

নেই নোটের দেশে নাজেহাল জনগণ। মোদীর বেঁধে দেওয়া ৫০ দিনের সময়সীমা শেষ হতে মাত্র এক সপ্তাহ বাকি। সমস্যা মেটার কোনও লক্ষণ তো নেই। উল্টে বিরোধীদের অভিযোগ, প্রতি দিনই নতুন নিয়ম তৈরি করে সাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে কেন্দ্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৬ ১৭:৫০
ফাইল চিত্র

ফাইল চিত্র

নেই নোটের দেশে নাজেহাল জনগণ। মোদীর বেঁধে দেওয়া ৫০ দিনের সময়সীমা শেষ হতে মাত্র এক সপ্তাহ বাকি। সমস্যা মেটার কোনও লক্ষণ তো নেই। উল্টে বিরোধীদের অভিযোগ, প্রতি দিনই নতুন নিয়ম তৈরি করে সাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে কেন্দ্র।

ভারতীয় ক্রিকেটারদের একাংশ কিন্তু মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের সমর্থনে মুখ খুলেছেন। বিরাট কোহালি এবং বীরেন্দ্র সহবাগের পর সে তালিকায় যোগ হল রবীন্দ্র জাডেজার নাম। সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজের পর সাংবাদিক বৈঠকে রবীন্দ্র জাডেজা বলেন, “বিমুদ্রাকরণে আমার কোনও সমস্যা হচ্ছে না। আগে যেমন চলত এখন ঠিক তেমনই চলছে। কোনও অসুবিধা নেই।” কোহালি-সহবাগের পর ইংল্যান্ড টেস্ট সিরিজের অন্যতম সফল বোলার রবীন্দ্র জাডেজার এই উক্তি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে মোদীর সমর্থকেরা।

কালো এবং জাল টাকা রুখতে ৮ নভেম্বর ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেন নরেন্দ্র মোদী। এর পর কালো টাকা থেকে দেশ জুড়েই বিনা নগদে লেনদেন করায় উৎসাহ দিচ্ছে কেন্দ্র। কিন্তু, বাজারে নগদ টাকার অভাবে সাধারণ মানুষ থেকে ছোট ব্যবসায়ী সকলেরই ভোগান্তি বাড়ছে।

তবে এর আগে বীরেন্দ্র সহবাগ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে টুইটে জানান, ‘মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় ৩৫ ফুট বরফের তলায় ছ’দিন ধরে উদ্ধারের অপেক্ষায় ছিলেন জওয়ান হনুমানথাপ্পা। দেশের জন্য আমরা আরও কটা দিন অপেক্ষা করতে পারি।’ বিরাট কোহালিও বলেন, “ভারতীয় রাজনীতির ইতিহাসে এটি নজিরবিহীন সিদ্ধান্ত।”

আরও পড়ুন- ‘প্রধানমন্ত্রীর কথায় বিশ্বাস রেখেছিলাম’, ফর্ম দেখে চমকে গেলেন ব্যাঙ্ক কর্মী

Ravindra Jadeja Demonetisation Black Money
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy