এই মুহূর্তে দেশের সেরা ফিল্ডারের নাম রবীন্দ্র জাদেজা। ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর এমনটাই জানিয়েছেন। মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদবদের দাপটে ভারতীয় ক্রিকেট এখন সাফল্য পাচ্ছে।
ভারতীয় বোলারদের দাপটে পিছনের সারিতে চলে গিয়েছেন ফিল্ডাররা। শামিদের উইকেট দখল করার পিছনে ফিল্ডারদের ভূমিকাও কম নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দেখা গিয়েছে পাখির মতো শরীর ছুড়ে দিয়ে ভারতীয় ফিল্ডাররা ক্যাচ ধরেছেন। শ্রীধরের কোচিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় ফিল্ডাররা। ফিল্ডিং কোচ শ্রীধরের মতে, এ ব্যাপারে সবার থেকে এগিয়ে জাডেজা।
শ্রীধরের মতে, ‘‘মাঠে জাডেজার উপস্থিতি দলের স্পিরিট বাড়িয়ে দেয়। মাঠের ভিতরে জাডেজার নড়াচড়া বিপক্ষের কাছে ভীতিপ্রদ।’’ গত দশ বছরে বাঁ হাতি অলরাউন্ডারকে দেশের সেরা ফিল্ডার বলে উল্লেখ করেছেন শ্রীধর। ভারতের ফিল্ডিং কোচ বলেছেন, ‘‘বেশি দূরে যাওয়ার দরকার নেই। গত দশ বছরে ভারতের সেরা ফিল্ডারের নাম জাডেজা।’’ বিশ্বকাপের পরেই হেড কোচ রবি শাস্ত্রীর চুক্তি বাড়িয়েছে বোর্ড। কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরেরও চুক্তি বাড়ানো হয়েছে। ভারতীয় দলের ফিল্ডিং বদলে দিলেন কীভাবে শ্রীধর? তিনি বলছেন, ‘‘সাধারণত দু-জায়গায় পরিবর্তন ঘটাতে হয়। মানসিকতা এবং ফিটনেস।’’ এই দু’ দিকেই পরিবর্তন এনেছেন শ্রীধর।