Advertisement
০২ মে ২০২৪

রোনাল্ডোকে হিংসা করেন জিনেদিন জিদান!

রোনাল্ডোর উপর ঈর্ষাকাতর রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। রোনাল্ডোকে ফরাসি কিংবদন্তি ফুটবলার কেন হিংসা করেন তা জানলেও চমকে উঠতে হবে।

প্রস্তুতি: চ্যাম্পিয়ন্স লিগের আগে  অনুশীলনে রোনাল্ডো। ছবি: এএফপি।

প্রস্তুতি: চ্যাম্পিয়ন্স লিগের আগে অনুশীলনে রোনাল্ডো। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মে ২০১৭ ০১:৪৪
Share: Save:

রোনাল্ডোর উপর ঈর্ষাকাতর রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। রোনাল্ডোকে ফরাসি কিংবদন্তি ফুটবলার কেন হিংসা করেন তা জানলেও চমকে উঠতে হবে।

জিদানের হিংসার কারণটা রোনাল্ডোর গোল করা নিয়ে। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আতলেতিকো দে মাদ্রিদের মুখোমুখি হতে চলেছে রিয়াল মাদ্রিদ। তার আগে সাংবাদিক সম্মেলনে জিদানের মুখে রোনাল্ডোকে ঈর্ষা করার কথা শুনে স্বভাবতই চমকে উঠেছিলেন সবাই।

সাংবাদিক সম্মেলনে জিদানের দিকে প্রশ্ন ছুটে গিয়েছিল রোনাল্ডো-ই কি বিশ্ব ফুটবলের সেরা ফিনিশার? জবাবে জিদান স্বীকার করেন, কোচ হিসেবে তাঁর দেখা সেরা ফিনিশার রোনাল্ডোই।

এর পরেই রিয়াল মাদ্রিদ কোচ জিদান সবাইকে অবাক করে বলতে শুরু করেন, ‘‘কোচ হিসেবে আমার দেখা সেরা ফিনিশার রোনাল্ডো। কিন্তু আমি তো আর ওর সঙ্গে খেলিনি। আমি ফুটবল খেলেছি ব্রাজিলের সেই রোনাল্ডোর সঙ্গে। আর আমার সতীর্থ ফুটবলার রোনাল্ডোও এ ভাবে প্রচুর গোল করত। আর ঠিক এই জায়গাতেই এই দুই রোনাল্ডোকে আমি হিংসা করি। কারণ এই দু’জনের মতো গোলের পর গোল করতে পারি না আমি।’’

জিদানের এই মন্তব্য শুনে হাততালি দিয়ে হেসে ওঠেন সবাই। তবে রসিকতার মেজাজে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে মাদ্রিদ ডার্বির আগে সতর্ক জিদান। গত মাসেই লা লিগায় দু’দলের ম্যাচ শেষ হয়েছিল ১-১। সে কথা মাথায় রেখেই হয়তো প্রথম পর্বের সেমিফাইনালে ঘরের মাঠে আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে নামার আগে জিদান বলছেন, ‘‘অতীতে এই ম্যাচে কী হয়েছে তা ভুলে যান। আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে আমরা মোটেও ফেভারিট নই। ম্যাচটা ৫০-৫০। আর রিয়াল সমর্থক মাত্রই জানেন সিমিওনের আতলেতি অতীতে আমাদের ভুগিয়েছে অনেক বার। ওরা কোনও অবস্থাতেই হাল ছেড়ে দেয় না।’’

জিদান আরও বলেন, ‘‘এই ম্যাচের গুরুত্ব আমরা জানি। ছেলেদের তাই বলেছি, আতলেতির ঘরের মাঠে যে আরও নব্বই মিনিট থাকবে সেটা মাথায় রেখো না। মনে কর এটা একটাই সেমিফাইনাল। আর ঘরের মাঠে সেই ম্যাচে আগাগোড়া ভাল খেলতে হবে আমাদের।’’

রিয়ালের রক্ষণ নিয়ে জানতে চাওয়া হলে জিদান বলেন, ‘‘মঙ্গলবার চেষ্টা থাকবে কোনও মতেই যেন গোল না হজম করি।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আতলেতিকোয় ভাল ফুটবলার আছে। আমাদের সতর্ক থাকতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE